ফেইসবুক সমাচার ২০১৩

লিখেছেন লিখেছেন ভালো পোলা ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২১:৩০ রাত

ফেবুতে নানা রকমের মানুষ হতে পারে।দেখা যাক

তাদের চরিত্রগুলাঃ

১।এরা ফেবুতে আসে শুধুমাত্র লাইক কমেন্ট করতে।

তবে অধিকাংশই মেয়েদের প্রোফাইলে তেল মালিশ

করতে করতে তেলের ঘাটতি ফেলে দিচ্ছে।

২।এরা সারাদিন মেয়েদের প্রোফাইল

ঘাটাঘাটি করবে।যেই মেয়ে ফুডু

ভালো লাগবে সেইটা ডাউনলোড করে নিজের

মোবাইলের মেমরীর বারোটা বাজাবে।

৩।এরা আসে শুধু হায় হায় করতে।সারাটা দিন

এরা চ্যাটে থাকে।ভুলেও হোমপেইজে যায় কিনা সন্দেহ

আছে।

৪।এরা হচ্ছে সবচেয়ে বড় আবাল।সারাটি দিন

সারা রাত এরা প্রো পিক চেন্জ করবে আর লাইক

ভিক্ষা করবে।আরে ব্যাটা ফেইসবুক শুধু

চেহারা দেখানোর লাইগা বানানো হয় নাই।

এখানে what's your mind? নামেও

একটা অপশন আছে।

৫।এরা ফেইসবুকের নতুন ভিক্ষুক।সারাদিন রিকু

পাঠাইবো আর ADD MEE বইলা চিল্লাইবো।এদের

জ্বালায় কোন স্ট্যাটাসে কমেন্ট পর্যন্ত

করা যায়না।

৬।এরা সারাদিন শুধু পেইজ লইয়া আছে।মনে হয়

জুকা মামা বুঝি এদের নিকট ফেইসবুকের শেয়ার

বিক্রি করেছে।

৭।এদের মত চাপাবাজ আর একটাও নেই।

এরা চাপা মারতে মারতে ফেইসবুকটারে একটা ছাপাখান

চাপাখানা বানাইয়া ফেলছে।বইলেন তো এরা কারা?

আরে মিয়া এরা নিজেদেরকে ছেলেঃবেটি মনে করে।

৮।এরা বিশিষ্ট ফেবু রাজনীতিবীদ।দেশে কিছু

একটা ঘটলে এরা অপর পক্ষীয়

নেতাদেরকে মেরে ফেলার হুমকি দেয়।অথচ

এরা ভার্চুয়াল লাইফের বাইরে আন্ডারওয়ার্ল্ড

দুঃখিত আন্ডারওয়্যার পরতেও ভুলে যায়।

৯।এরা সার্বক্ষনিক মানুষকে ভুল তথ্য

দিতে আনন্দ পায়।যেমনঃবালেরকেল্লা,শাহবাগের

কুত্তামঞ্চ ইত্যাদি।

১০।এরা আমার মত নিরীহ পাবলিক।যারা উপরের

৯টি লোকের কর্মকান্ড

দেখিয়া মাঝেমধ্যে মুচকি হাসি দিয়া দুই

একটা ইস্ট্যাটাস দেয় এই আর কি???

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File