নিজের নিতম্বের খবর নেই যাদের তারাই অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকে. . . . . .

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৪ আগস্ট, ২০১৩, ১০:২৯:৩১ রাত

কিছু কিছু মানুষ আছে যাদের অন্যের কাজ দেখলে নিজের চুলকানি বেড়ে যায়।চুলকাতে তাদের খুব ভালো লাগে।কিন্তু চুলকানো শেষে সেই জায়গায় মলম দিতেই তাদের অবস্হা খারাপ।

পড়শি তার নতুন এলবামে একটি ডুয়েট হিন্দি গান গেয়েছে ইমরানের সাথে।এর পর থেকেই ঐ সকল লোকের চুলকানী বেড়ে গেছে।কিন্তু ঐ বলদগুলায় সারাক্ষন কানে হেড়ফোন লাগাইয়া আশিক বানায়্যা স্টাইলের হিন্দি গান শুনায় মগ্ন থাকে।আরে ব্যাটা জেমস এর গাওয়া হিন্দী গান গাইতে গাইতে তো তোগো ঠোঁট পঁইছা গেছে।আর পড়শী তো খারাফ গায়নি।

অপরদিকে অনন্ত জলিলরে পঁচাইতে পঁচাইতে তোগো নিজেরই বারোটা বাইজা যাইতেছে।কিন্তু এই জলিলই নিজের পকেটের কোটি টাকা খরচ কইরা উন্নত প্রযুক্তির মুভি তৈরী করেছে।ঐ ব্যাটা পারলে অনন্তর নিঃস্বার্থ ভালোবাসা মুভিটা দেখ।কতটা ভালো অভিনয় আর কতটা উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলা মুভিতে ব্যবহার হতে পারে তা নিজ চোখে দেখতে পারবি।আরে ব্যাটা এতই যদি ভাব মারিস তাহলে সাধারণ একটা বিঞ্জাপন তৈরী করে দেখা।মুভির কথা পরে চিন্তা করিস।

ব্যাটা নিজের নিতম্ব ঠিক নাই আর অন্যেরে নিয়া ব্যস্ত!!

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File