শিরোনাম দেয়ার ইচ্ছা নাই. . . . . . . .

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১৭ জুন, ২০১৩, ১০:৪৮:০৭ রাত

তারা কেন আজ নাস্তিক?

তারা কেন আজ আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে?

তারা কেন আজ নবীজি সা কে গালি দেয়?

তারা তো প্রাইমারী আর মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়টি অধ্যয়ন করেছে ।তখন তো তারা এই বিষয়টিতে ৯০ এর উপরেও পেয়েছে।তখন তো তাদের মনে আল্লাহর প্রতি কোন মিথ্যা চিন্তার উদ্ভব ঘটেনি।তবে আজ কেন তাদের এই অবস্হা?

আসলে কিছু কুলাঙ্গারের কারণেই আজ তারা নাস্তিক।জাফর ইকবালের মত কিছু নষ্ট মস্তিষ্কের লোকের কারনে এরাও কুলাঙ্গার হয়ে গেছে।

নাস্তিক হওয়ার আরেকটি কারণ খ্যাতি।মানুষের মাঝে পরিচিত হতেই তারা নাস্তিকতার পক্ষ নেয়।নাস্তিকদেরকে মানুষ গালি দেয়,আর এটাই হচ্ছে তাদের মূল অস্ত্র।যখন ফেবু, কিংবা ব্লগে তাদের লেখায় মানুষ গালি দিয়ে কমেন্ট করে তখন তাদের মনে বিন্দুমাত্র খারাফ লাগেনা।বরং এই খুশিতে তাদের রাতে বিছানা ঠিক থাকেনা।

এই ফলশ্রুতিতেই তারা কারো কাছে হিংসার পাত্র আর কারো কাছে লিজেন্ড হয়ে যায়।

তাই আপনাদের প্রতি আমার বিনীত আবেদনঃ নাস্তিকরা আমার আল্লাহ নবীকে গালি দিবে এটা স্বাভাবিক ঘটনা।কারণ এটাই তাদের ধর্ম।আপনারা ফেবু কিংবা ব্লগে ওদের বিরুদ্ধে কোন কমেন্ট করবেন না।এতে তাদের লেখাগুলি সারা ফেবুতে ছডিয়ে পডে।এতে দিন দিন নাস্তিকের সংখ্যা বেডে যাচ্ছে।আপনি মন থেকে তাদেরকে ঘৃনা করুন।এটাই হবে সর্বোৎকৃষ্ট পন্থা।

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File