শুধুমাত্র মেয়েরাই পাশ করেছে!!!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ০৯ মে, ২০১৩, ০৫:২৮:০৩ বিকাল
প্রতি বছরের ন্যায় এবারো শুধু মেয়েরা এস এস এসি পরীক্ষায় পাস করেছে!!!!
.
.
.
.
.
.
.
.
ভাইরে কথাটা খুব আপসোসের সাথে বলতেছ।প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এবং প্রতি বছর পাস করে,কেউ কেউ ফেল করে।যা হোক রেজাল্ট তো একটা বের হয়।কিন্তু কথা সেইটা না।
কথা হইল প্রতিবছর যখন রেজাল্টের পর মিডিয়া তা নিয়ে প্রতিবেদন করে তাতে শুধু আমরা ছাত্রীদের অনন্দ উল্লাস দেখতে পাই।যেন বাংলাদেশে শুধু ছাত্রীরাই পরুক্ষা দিয়েছে।
রেজাল্টের পর টিভি চালু করলাম।সময় টিভি টিউন করতেই দেখি মেয়েরা নাচতেছে।ভালো করে দেখলাম এগুলো ভিকারূন্নেসার মেয়ে।এইটা দেখে মুনে বড কুষ্ট পাইলাম।আমরা ছেলেরা বুজি এতই নিচ।যে আমাদেরেকে কোন জায়গায় স্হান দিবেনা।
সাংবাদিকগুলা এই দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে।এই সুযোগে বিনা খরচে মেয়েদের নাচ দেখা যায়,মেয়েদের সাথে আলাপচারিতা করা যায়।সাংবাদিকদের আর পায় কে?
আগামীকাল যখন সংবাদপত্রের ১ম পাতায়
চোখ দিবেন তখন দেখবেন যে গার্লস স্কুলের মেয়েদের ফটো সকল পত্রিকায় বড করে দেখা যাচ্ছে।
ফেইসবুকে আমিঃ
http://www.facebook.com/salman.alshamim.9
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন