এরই নাম মানবতা!!!
লিখেছেন লিখেছেন ভালো পোলা ০৬ মে, ২০১৩, ০৯:০৪:৫০ সকাল
গতকাল হেফাজতে ইসলামের মহাসমাবেশ ছিল।সারা দিনে বিচ্ছিন্নভাবে অনেক হেফাজতকর্মী নিহত হয়েছে।কিন্তু মূল ঘটনা ঘটল রাতে।২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাংগালীদের উপর যেভাবে আক্রমন করেছিল ঠিক তেমনভাবে গত রাতে হাসিনা বাহিনী বাংলার নিরীহ লোকদেরকে নির্মমভাবে হত্যা করেছে।একটু আগে খবর পেলাম মৃতের সংখ্যা ৪৩১ জন ।প্রায় ২০০০ এর মত আহত হয়েছে।
কয়েকদিন আগে আমরা সাভার
ট্রাজেডি দেখেছি।সেখানে রানা প্লাজায় হাজার হাজার মানুষ আটকে পডেছিল।সরকারী এবং বেসরকারীভাবে তাদের উদ্ধার করার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছিল।আমার মনে হয় সাভারের ধ্বংস্তুপের নিচে আটকে পডা শ্রমিকরা মানুষ আর হেফাজতে ইসলাম মানুষ নয়।
আমি বলছিনা যে সাভারে মানুষদেরকে উদ্ধার করা প্রয়োজন ছিলনা।তাই বলে কি আপনার এটি করবেন যেঃএকজায়গা থেকে জীবন দিয়ে হলেও মানুষ বাঁচাবেন আর অন্য জায়গায় মানুষ মেরে তার উপর নৃত্য করবেন
আমরা নাকি স্বাধীন দেশ।এই দেশে কি আদৌ লাল সবুজ পতাকার মান আছে কিনা আমার জানা নেই।স্বাধীন মানে কি এই?আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ধরে নিয়ে গেল।তার পত্রিকা বন্ধ করে দেয়া হল।গতকাল দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হল।এইরকম আচরন পৃথিবীর কোন সৈরাচারী সরকার করেছে কিনা আমার জানা নেই।
তাদের অপশক্তির বিরুদ্ধে আজ মানুষ সোচ্চারভাবে দাঁডিয়েছিল।কিন্তু টিকে থাকা অসম্ভব হয়ে পডতেছে।এই অবস্হায় জাতি দিশেহারা হয়ে একজন অগ্রনায়ক খুঁজতেছে।শহীদ জিয়ার মত একজন আদর্শবান মানুষ বাংলার মাটিতে খুবই দরকার।নতুবা আমরা মুসলিমরা যে সভ্যতার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন