মন মানসিকতাই কোন কিছু অর্জনের শ্রেষ্ঠ উপায়।।

লিখেছেন লিখেছেন ভালো পোলা ২০ এপ্রিল, ২০১৩, ০৮:৪১:০৫ রাত

বাংলাদেশ ক্রিকেট দলের যেই সময় জন্ম তখন আমার জন্ম হয়নি।কিন্তু জন্মলগ্ন তুলনায় ২০১৩ এর বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে।যেকোন বড দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ।কিন্তু এই সিরিজে কি দেখলাম!জিম্বাবুয়ের মত দলের বিপক্ষে বাংলাদেশ দলের এই পরিনিতে যে আমি মেনে নিতে পারছিনা।প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়ার পর মনকে অত্যন্ত এই বলে আশ্বাস দিয়েছি এই বলে যেঃএটি ক্রিকেট।ক্রিকেটে অঘটন ঘটে এটাই স্বাভাবিক।যদিও বাংলাদেশ ক্রিকেট দলের ০ রানে শেষ ৫ উইকেটের পতন ঘটেছিল।২য় ইনিংসের দিকে খুব আশা নিয়ে তাকিয়ে ছিলাম।কিন্তু ব্যটসম্যানরা যেটা করল সেইটা আর কমিয়ে বলার কিছু নেই।১৪৭ রানে অলাউট হয়ে যায় আমাদের সোনার ছেলেরা।যখন বাংলাদেশ আস্তে আস্তে ক্রিকেটের উন্নতির শিখরে উঠতেছে তখন এই পরাজয় কোন স্বাভাবিকভাবে মেনে নেয়া যায়না।

আমার যতটুকু ধারনা বাংলাদেশ দল জিম্বাবুয়েকে খুবই দূর্বল দল হিসেবে দেখেছে।তাই আল্লাহ তালা তার লীলা দেখিয়ে দিয়েছেন।আর কি বলব?সবসময় আমরা আগামী ম্যাচের জন্য অপেক্ষা করি।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File