ব্লগার মানেই কি নাস্তিক???

লিখেছেন লিখেছেন ভালো পোলা ১২ এপ্রিল, ২০১৩, ০৯:২৭:০৮ সকাল

আমাদের দেশের মানুষ ব্লগ এবং ব্লগার চিনতোইনা।ব্লগ সম্পর্কে তাদের কোনরুপ ধারনা ছিলনা।এখনো অনেকে ব্লগ কি তা জানেনা।পত্র পত্রিকা ও টেলিভিশনে যখন খবর এল "ব্লগার রাজিব খুন" তখন অনেকে ব্লগের নাম শুনেছে।এরপরে খবরে এল "নাস্তিক ব্লগার রাজীব হত্যা।" তখন থেকে সাধারন মানুষ মনে করে ব্লগার মানেই নাস্তিক।গুটি কয়েক নাস্তিকদের জন্য আজ আমরা কলুষিত।নিজেকে ব্লগার পরিচয় দিতে আজ আমরা দ্বিধাগ্রস্ত।অনেক ব্লগে এখনো নাস্তিকের অভাব নেই।তারা প্রতিনিয়ত ইসলামকে অবমাননা করতেছে।সরকার দেশকে ডিজিটাল করবেন!কিন্তু আমার মনে হয় সরকারের অনেক মন্ত্রী এখনো ফেইসবুক,ব্লগ সম্পর্কে ধারনা রাখেন না।গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমার ফেবু ইনফোতে একটি লেখে দেখে আমাকে মেসেজ করে।ইনফোতে লেখা ছিল "ব্লগার এবং অনলাইন এক্টিভিটিষ্ট"।তিনি আমাকে লিখলেন যে "ভাই আমি আপনার একজন বিরাট ভক্ত।আপনি ফেবুতে কত সুন্দর সুন্দর পোষ্ট করেন।কিন্তু আপনি ব্লগার??"

আমি কি বলব বুজতে পারতেছিলাম না। আমি তাকে লিখলাম "ভাই আমি আপনার কথা বুজেছি।তবে আপনি ভুল বুজেছেন।ব্লগার মানেই নাস্তিক নয়।আপনার কোন দোষ নাই। ব্লগারদের প্রতি আপনার এমন ধারনা জন্মিয়েছে আসিফ মহিউদ্দীন,রাজীফ,পিয়ালের মত কিছু অমানুষের বাচ্চা।"

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File