রাষ্ট্রধর্ম:ইসলাম

লিখেছেন লিখেছেন মুহম্মদ কামরুল হাসান ২৩ এপ্রিল, ২০১৩, ০৫:৫১:১১ বিকাল

ইসলাম রাষ্ট্রধর্ম হওয়া মানেই দেশ পিছিয়ে দেয়া নয়। আমাদের বাড়ির কাছে মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম হলো ইসলাম। কিন্তু মালয়েশিয়া হয়ে উঠেছে একটি খুবই উন্নতগামী দেশ। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম হলেই দেশটি পিছিয়ে পড়বে এ রকম কল্পনা যুক্তিযুক্ত নয়। ইউরোপে বহু দেশ আছে, যাদের আছে রাষ্ট্রধার্ম। যেমন ইংল্যান্ডের রাষ্ট্রধর্ম হলো অ্যাংলিকান খ্রিষ্টধর্ম। সুইডেনের রাষ্ট্রধর্ম হলো লুথেরান খ্রিষ্টধর্ম। কিন্তু এই দু’টি দেশ তা বলে ধর্মান্ধ হয়ে পড়েছে এবং অর্থনৈতিক দিক থেকে হয়ে পড়েছে অনগ্রসর, এ রকম সিদ্ধান্ত করা চলে না। ইসলাম না থাকলে আজকের বাংলাদেশ হতো না। আজকের বাংলাদেশ হতো ভারতেরই অংশ। বাংলা ভাষা হতো না কোনো রাষ্ট্রের রাষ্ট্রভাষা। এটাকে ধরে নেয়া যায় স্বতঃসিদ্ধভাবে।

এবনে গোলাম সামাদ

প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট

তারিখ: ২৩ এপ্রিল, ২০১৩

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File