জামাত ছাড়ার পর শেখ হাসিনা খালেদা জিয়াকে যা বলবেন।
লিখেছেন লিখেছেন গুমড়া ১১ জানুয়ারি, ২০১৪, ০৫:৩১:১৩ বিকাল
শেখ হাসিনার দাবি বেগম খালেদা জিয়া জামাতকে পরিত্যাগ করুক। তিনি ও তার দোষররা খালেদা জিয়াকে জামাতের আমীর এবং আরো বহু নামে উপনামে ডাকেন।
খালেদা কখনো দাবী করেন নি আওয়ামীলীগ কমুনিষ্টদের ত্যাগ করুক। যদিও তিনি জানেন আওয়ামী লীগ আন্দোলনের আ-ও জানতো না, কমুনিষ্টরা আওয়ামী লীগকে আন্দোলন শিখিয়েছে।
লগী বৈঠার তান্ডব দিয়েই আওয়ামী কমুনিষ্ট এক হয়।
যাই হোক ইতিমধ্যে প্রতিষ্ঠত হয়েছে শেখ হাসিনার একটাই মিশন সেটা হলো বাংলাদেশ থেকে মুসলমান নির্মূল করা। জামাত টার্গে হলো এই কারণে যে, একমাত্র রাজনৈতিক ভাবে তারাই সংগঠিত। শেখ হাসিনা দাবী অনুযায়ী খালেদা জিয়া জামাতকে ত্যাগ করলে, শেখ হাসিনার পরবর্তী দাবী হবে ইসলাম ত্যাগ করার দাবী। কারণ ইসলাম ধংসই তার মূল টার্গেট।
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিতীয়ত:পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যই তাদের জিহাদ। এ পর্যন্ত এই কারণেই একমাত্র তাদের সদস্যই শহীদ হয়েছে। কোরানে কোথাও মুসলমানদেরকে জাতি বলা হয়নি। মুসলমানদেরকে দল বলা হয়েছে। জামাত সেই ইসলামী দলই করছে। বাপমা মুসলমান হলেই সন্তান মুসলমান হয় না। দলের আদর্শ মেনে নিলেই মুসলমান হওয়া যায়।
ইসলামকে জাতিগত মুসলমানরা রাজার আসন থেকে গোলামের আসনে বসিয়েছে। জামাত ইসলামকে রাজার আসনে বসানোর জিহাদ করছে। সে কেন ইসলামী দল হবে না।
মন্তব্য করতে লগইন করুন