জামাত ছাড়ার পর শেখ হাসিনা খালেদা জিয়াকে যা বলবেন।

লিখেছেন লিখেছেন গুমড়া ১১ জানুয়ারি, ২০১৪, ০৫:৩১:১৩ বিকাল

শেখ হাসিনার দাবি বেগম খালেদা জিয়া জামাতকে পরিত্যাগ করুক। তিনি ও তার দোষররা খালেদা জিয়াকে জামাতের আমীর এবং আরো বহু নামে উপনামে ডাকেন।

খালেদা কখনো দাবী করেন নি আওয়ামীলীগ কমুনিষ্টদের ত্যাগ করুক। যদিও তিনি জানেন আওয়ামী লীগ আন্দোলনের আ-ও জানতো না, কমুনিষ্টরা আওয়ামী লীগকে আন্দোলন শিখিয়েছে।

লগী বৈঠার তান্ডব দিয়েই আওয়ামী কমুনিষ্ট এক হয়।

যাই হোক ইতিমধ্যে প্রতিষ্ঠত হয়েছে শেখ হাসিনার একটাই মিশন সেটা হলো বাংলাদেশ থেকে মুসলমান নির্মূল করা। জামাত টার্গে হলো এই কারণে যে, একমাত্র রাজনৈতিক ভাবে তারাই সংগঠিত। শেখ হাসিনা দাবী অনুযায়ী খালেদা জিয়া জামাতকে ত্যাগ করলে, শেখ হাসিনার পরবর্তী দাবী হবে ইসলাম ত্যাগ করার দাবী। কারণ ইসলাম ধংসই তার মূল টার্গেট।

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161405
১১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
আবরণ লিখেছেন : শেখ হাসিনা গং এর উদ্দেশ্য রাজনৈতিক সচেতন মহল সবাই জানেন। কিন্তু এই জানাটাকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে জনমত তৈরী করতে না পারলে কোন আন্দোলনই সফলতার মুখ দেখবে না। শেখ হাসিনা বিএনপিকে ভয় পায় না। বিএনপি আওয়ামী লীগের জন্য কোন বাঁধা হয়ে দাঁড়াতে পারবেনা। জামায়াতকে বিএনপি থেকে আলাদা করতে পারলেই বিএনপিকে কুপোকাৎ করা কোন ব্যপারই না। কারণ বিএনপিতে জানবাজ কর্মীর সংখ্যা খুবই কম। হালুয়া রুটির ভাগ নেওয়ার লোকই বেশী। আওয়ামী লীগের সঙ্গে লড়তে হলে বিএনপিকে সাংগঠনিক ভাবে আরও মজবুত হতে হবে। বিএনপিতে নেতার বড় অভাব। যদিও সমর্থক এর অভাব নাই।
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
115719
রক্তলাল লিখেছেন : আপনাদের মত মানুষের কথা আমি বুঝিনা। এই সরকার থাকা অবস্থায় কারোর পক্ষেই গনতান্ত্রিক আন্দোলন সম্ভব নয়। এই রাশিয়ার স্টালিন সরকারের মত - মুজিব হাসিনারা গণতন্ত্র বুঝেনা।
161419
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
Anwarulhaque67 লিখেছেন : May Allah save us.
161441
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
মিরন লিখেছেন : বিএনপির মতো শক্তিশালি রাজনৈতিক দল যদি অন্যের ক্ষমতায় নিজেকে ক্ষমতাবান মনে করে, সেটা আমাদের কাম্য নয়, জামাতকে দমনের নামে ইসলাম বিদ্বেষি নিতি আমরা আসা করিনা, তবে জামাতিইসালাম কোন ধর্মভিত্তক রাজনৈতিক দল নয়, তবে দলের গঠনতন্ত গনতান্তিক, বিএনপি বা আওমিলিগের মতো পরিবার তন্ত নয়।
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
115754
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত নই।
161448
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
গুমড়া লিখেছেন : ধর্মভিত্তিক দল নয় কেন? ফরজ ওয়াজিব না মানলে জামাতের সদস্য হওয়া যায়না,কেউ মোটা অঙ্কের টাকা ডোনেশান দিয়েও সদস্য হতে পারে না, প্রত্যেক সদষ্য ও কর্মীকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হয়,একমাত্র আল্লাহ ভীরু,ফরজ ওয়াজীব সুন্নত মান্যকারী ও পালনকারীই জামাতের যেকোন পর্যায়ের দায়িত্বশীল হতে পারে।
দ্বিতীয়ত:পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যই তাদের জিহাদ। এ পর্যন্ত এই কারণেই একমাত্র তাদের সদস্যই শহীদ হয়েছে। কোরানে কোথাও মুসলমানদেরকে জাতি বলা হয়নি। মুসলমানদেরকে দল বলা হয়েছে। জামাত সেই ইসলামী দলই করছে। বাপমা মুসলমান হলেই সন্তান মুসলমান হয় না। দলের আদর্শ মেনে নিলেই মুসলমান হওয়া যায়।
ইসলামকে জাতিগত মুসলমানরা রাজার আসন থেকে গোলামের আসনে বসিয়েছে। জামাত ইসলামকে রাজার আসনে বসানোর জিহাদ করছে। সে কেন ইসলামী দল হবে না।
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
115755
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার কথায় যুক্তি আছে।
161598
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১১
তিতুমীর লিখেছেন : আমার মনে হয়, জামায়াত ত্যাগ করার পর ওদের দাবী হবে খালেদা'কে সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File