আজকের নির্বাচন সংবিধান ও বিচারপতিদেরকে অপবিত্র করে ফেলেছে।
লিখেছেন লিখেছেন গুমড়া ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৪:২৯ রাত
যা জনগনের সিদ্ধান্তের বিষয়, তা বিচারপতিরা যখন সর্বজ্ঞানী সেজে নিজেদের দায়িত্বে নেন তখনই আজকের নির্বাচনের মত পৃথিবীর জঘন্যতম ঘটনা ঘটে।
এদিকে প্রধানমন্ত্রী আর ইতিহাসের নিকৃষ্টতম তার দালালরা সংবিধানের বাইরে যাবো না প্রতিজ্ঞা করে পবিত্রতার নিদর্শন রাখতে চেয়েছিলেন। কিন্তু সংবিধান ও বিচারপতিরা এত বেশি অপবিত্র হয়ে গেল যে পৃথিবীর কাছে এদেরকে বাংলাদেশের লোক পরিচয় দিয়ে দেশকে আর কলঙ্কিত করা ঠিক হবে না। বরং এদের পরিচয় দিতে গিয়ে বলতে হবে এরা বাংলাদেশের কেউ না, এরা দস্যু, লুটেরা এরা মানব ইতিহসের জঘন্যতম অপরাধী গোষ্ঠি। এদের সারা গায়ে দুর্গন্ধ। এরা লজ্জাহীন, বিবেকহীন, মিথ্যেবাদী, খুনী, রক্ত পিপাসু , এরা স্মরণকালের সবচেয়ে নিকৃষ্টতম মানব সন্তান।
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন