ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সব সময় ধৃত অাসামীদের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেন।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২২ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৬:২১ রাত
বিশেষ করে আসামী যদি কোন মুসলিম দলের সদস্য হয় তবে ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আধা হাসির সাথে মুখস্থ করা নানা রঙের মিথ্যার ফুলঝুরি বর্ণনা করেন। সচেতন নাগরিকরা বুঝতে পারে তিনি মিথ্যা বলছেন। আজপর্যন্ত এক্ষেত্রে কোন আসামী বা তার কোন আত্মীয়-স্বজনের অনুভূতি বা বক্তব্য বলা হয় নাই। পুলিশের বক্তব্য যা সরকারী বক্তব্য হিসাবে গণ্য করা হয় তাই বর্ণনা করা হয়। তাও আবার ধৃত আসামীর বুকে নামধাম লিখে। অথচ তখনো তাকে আদালতের কাঠগড়ায় দাড় করানো হয়নি। বিচারের আগেই তাকে অপরাধী হিসেবে পরিচয় করানো হয়।
বাংলা টিমের এটা কোনো ড্রোন নয়, দূর নিয়ন্ত্রিত কোনো উড়ন্ত বস্তু।-বিডটুডে।
আজকের অনলাইনের ম্যাগাজিনে উক্ত খবর দিয়েছে। অথচ পূর্বে মনিরুল ইসলাম টিভি পর্দায় তাদের ড্রোন তৈরি কথা বলেছিলেন। তখনই অনেকেই মনে করেছিল বিশাল এক মিথ্যা চাপানো হলো আসামীদের বিপক্ষে। কিন্তু সাধারণ বিশ্বাসী মানুষ টিভির বক্তব্য বিশ্বাস করে থাকে।
সরকারের এই ধরণের একজন দায়িত্বশীল ব্যক্তির এই মিথ্যাচারিতাই প্রমাণ করে দেশ আজ ধংশের দ্বারপ্রান্তে।
বিষয়: বিবিধ
১৮৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাগলু......
মন্তব্য করতে লগইন করুন