গবেষক!

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১২ নভেম্বর, ২০১৪, ০৮:৩২:০৪ রাত

বঙ্গবন্ধুর সচেতন সিদ্ধান্ত ছিল তিনি ভারতে যাবেন না। যদি মুক্তিযুদ্ধ ব্যর্থ হতো তাহলে কি হতো? শেখ মুজিব গ্রেপ্তার হলেন। পাকিস্তানিরা তো তাকে হত্যাও করতে পারতো। এ ঝুঁকিটা তো তিনি নিলেন।

তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে রেখেছিলেন। আবার সংলাপও চালিয়ে গেছেন। কারণ, তার বিশ্বাস ছিল বাংলাদেশ অবশ্যই স্বাধীন হবে।


উপরোক্ত বক্তব্য একজন গবেষকের। প্রশ্ন হচ্ছে শেখ মুজিব কিভাবে জানলেন পাকবাহিনী ঝাপিয়ে পড়ে গণহত্যা চালাবে এবং মুক্তিযুদ্ধ হবে, তারপর দেশ স্বাধীন হবে! তাহলে তার অনুপস্থিতিতে একজনকে তো মনোনিত করে যেতেন। অধিনায়ক না হলে যুদ্ধ হয় কি করে! দালাল আর কাকে বলে।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283667
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:২১
মাটিরলাঠি লিখেছেন :
গঙ্গা চুক্তির পর থেকে কত কিছু যে এই দেশে ভেসে আসতেছে...

283682
১২ নভেম্বর ২০১৪ রাত ১০:০৪
শেখের পোলা লিখেছেন : গোপাল ভাঁড় বন্ধুকে বলল, তার একটা বদঅভ্যাস আছে, তাহল, সকালে গঙ্গা স্নান তার পর একটা সন্দেশ খেয়ে এক ঘটি জল, তা থাকলেও খাই আর না থাকলেও খাই৷ বন্ধু বলল, থাকলে নাহয় খেলে, কিন্তু না থাকলে কেমন করে খাও? গোপাল বলল, তুমি বুঝবে না ও কেমন অভ্যেস!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File