গবেষক!
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১২ নভেম্বর, ২০১৪, ০৮:৩২:০৪ রাত
বঙ্গবন্ধুর সচেতন সিদ্ধান্ত ছিল তিনি ভারতে যাবেন না। যদি মুক্তিযুদ্ধ ব্যর্থ হতো তাহলে কি হতো? শেখ মুজিব গ্রেপ্তার হলেন। পাকিস্তানিরা তো তাকে হত্যাও করতে পারতো। এ ঝুঁকিটা তো তিনি নিলেন।
তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে রেখেছিলেন। আবার সংলাপও চালিয়ে গেছেন। কারণ, তার বিশ্বাস ছিল বাংলাদেশ অবশ্যই স্বাধীন হবে।
উপরোক্ত বক্তব্য একজন গবেষকের। প্রশ্ন হচ্ছে শেখ মুজিব কিভাবে জানলেন পাকবাহিনী ঝাপিয়ে পড়ে গণহত্যা চালাবে এবং মুক্তিযুদ্ধ হবে, তারপর দেশ স্বাধীন হবে! তাহলে তার অনুপস্থিতিতে একজনকে তো মনোনিত করে যেতেন। অধিনায়ক না হলে যুদ্ধ হয় কি করে! দালাল আর কাকে বলে।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গঙ্গা চুক্তির পর থেকে কত কিছু যে এই দেশে ভেসে আসতেছে...
মন্তব্য করতে লগইন করুন