বুঝতে পারছি না

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২৬ অক্টোবর, ২০১৪, ১২:৫৫:০১ দুপুর

গোলাম আযম ৭১ সালে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে মহা অপরাধ করে ফেলেছেন। কিন্তু একে খন্দকারের বই বলছে শেখ মুজিবও পাকিস্তানের পক্ষে ছিলেন। তাই তিনি যুদ্ধ ঘোষণা করেননি বরং আনুগত্য স্বীকার করে তাদের হাতে ধরা দিয়েছিলেন।

আর একটা বইতে পড়েছিলাম পাকিস্তানীরা যখন শেখ মুজিবকে পাকিস্তানে নিয়ে যাবার জন্য গিয়েছিল তখন বাড়িতে বর্তমান প্রধানমনত্রী শেখ হাসিনাও পরিবারের সবাইকে সহ উপস্থিত ছিলেন। পাকিস্তানী মিলিটারীরা তাদের সবইকে স্যালুট করে সম্মানের সাথে শেখ মুজিবকে নিয়ে গিয়েছিল। শুধূ তাই নয় যুদ্ধের পুরো সময় ধরে পাকিস্তানী মিলিটারীরা শেখ হাসিনা সহ তার পরিবারের সবাইকে দেখভাল করেছে।

তাহলে অখন্ড পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করার জন্য তাদেরকে দোষারোপ করা হবে না কেন? তারা তো মিলিটারীদের তত্বাবধানকে মেনে নিয়ে তাদের মনোবল বাড়িয়েছেন?

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278293
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৫
সুশীল লিখেছেন : মাইনাস
278436
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : গিন্নীর পাদে দোষ নেই৷ অপেক্ষা করুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File