যুদ্ধাপরাধীর বিচার

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২৭ জুলাই, ২০১৪, ০৮:০০:৪২ রাত

মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল স: যুদ্ধাপরাধীর বিচার করলে সমগ্র শান্তি প্রক্রিয়া ধংস হয়ে যেত। জাতি খন্ড-বিখন্ড হয়ে যেত।

শহীদ জিয়া ১৫ আগষ্ট-এর গণতন্ত্র হত্যাকারীদের বিচার করলেও একই পরিণতি হতো। অর্থৎ দীর্ঘ বছর ধরে জাতি অন্তর্ঘাতে লিপ্ত হতো।

শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করেন নি। ইতহাস বলে তার দেয়া আগুন দীর্ঘ বছর ধরে জ্বলবে।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248831
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই যেন হয়
248841
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
হতভাগা লিখেছেন : হাসিনার এই একটা কাজের জন্যই বাংলাদেশের মানুষ তাকে সবসময়ই ক্ষমতায় দেখতে চায়

দেশবিরোধী পক্ষ দেশের পক্ষের লোকদের উপর চরম ক্ষাপ্যা মানেই - হাসিনা যা করছে ঠিক করছে ।

কোন এক বিখ্যাত লোক ( সম্ভবত শের-এ-বাংলা এ.কে.ফজলুল হক ) বলেছিলেন - যখন আমার কোন কাজে আমার শত্রুরা খুশী হয় তখন আমি ধরে নেই যে আমি কাজটা ঠিক করছি না , আর আমার কোন কাজে যখন শত্রু পক্ষ চিল্লাচিল্লী করে তখন ধরে নেই যে আমি সঠিক পথেই এগুচ্ছি ।

যুদ্ধাপরাধীদের বিচারে হাসিনা সঠিক পথেই এগুচ্ছেন , জন-মুন পাত্তাই পায় না দূতিয়ালী করতে এসে। আর এই জন-মুনরা বাংলাদেশের সুহৃদ ছিলেন না কোন কালেও ।
248845
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
স্বপন২ লিখেছেন : @হতভাগা,আপনার লেখা থেকে,"জন-মুন পাত্তাই পায় না দূতিয়ালী করতে এসে"। ২৩৮ দেশ রয়েছে
পৃথিবীতে। বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ। ইউএস বুঝি কেয়ার করে, হাসিনাকে। আপানার বিভিন্ন কমেন্ট থেকে বুঝতে পেরেছি। সারা জীবন
বাম ঘেষা ছিলেন।
248850
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:১১
ভিশু লিখেছেন : ৮০-র দশকে দেশে ফিরে আসা হাসিনা, ৮৬-র হাসিনা, ৯৬-র হাসিনা আর ২০০৮-এ জেল থেকে বের হয়ে ইন্ডিয়ায় রাষ্ট্রীয় সম্বর্ধনা পেয়ে বিশেষ মিশন নিয়ে ফেরত আসা হাসিনা এক না!
সোহরাওয়ার্দী-মুজিবের আওয়ামী লীগ থেকে এখনকার হাসিনার আওয়ামী লীগ - প্রায় ১৮০ ডিগ্রী কোণে গতি ও চক্রান্ত পথ পরিবর্বতন করেছে!
ইয়াসির আরাফাতকে ঢাকায় সম্বর্ধনা দেয়া সেই হাসিনা এখন ফিলিস্তিনে নির্মমতম হামলার প্রতিবাদ মিছিলও সহ্য করতে পারছেন না! কে যে কোথায় কিভাবে বিক্রি অথবা ভাড়ায় চালিত হয়ে গেছেন - কে জানে?!
248855
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। গুরুত্বপূর্ণ পোষ্টটির জাজাকাল্লাহু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File