এত মন্ত্রী কেন? ইসলাম নির্মূলের জন্য একটিই তো যথেষ্ট ছিল।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৩ জানুয়ারি, ২০১৪, ০৫:২৪:৪৩ বিকাল
সরকার এত মন্ত্রানালয় না করে একটিমাত্র মন্ত্রানালয় করলেই লক্ষকোটি টাকা বেচে যেতো।
সরকারের নবগঠিত খাদ্য, তথ্য, পানি-সম্পদ, যোগাযোগ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মোট কথা সকল মন্ত্রীরা একটিমাত্র কথাই বলছেন, কথাগুলোর মূল অর্থ হলো, তাদের একমাত্র কাজ দেশ থেকে জঙ্গিবাদের ধুয়ো তুলে ইসলাম ও মুসলমান নির্মূল করতে হবে। সকল মন্ত্রীদের যদি এই একটিমাত্র কাজ হয় তবে এত মন্ত্রানালয় করার দরকার কি ছিল একটি মন্ত্রানালয় খুলে তার মাধ্যমে কি এই সহজ(?) কাজটি করা যেতো না?
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন