বাংলাদেশে সংখ্যালঘুদের চাকরির হার প্রকাশ করা হোক। দেখুন ভারতের সংখ্যালঘুদের চাকরীর হার
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১১ নভেম্বর, ২০১৩, ০৮:২৫:২৩ রাত
২০০১ সালে জনগণনা অনুযাযী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার হার ২৫.৫%
1. 'SECRETARIAT OF THE PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL' দফতরে যে ৩৬ জন চাকরি প্রাপ্তদের যে তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে একজনও মুসলিমের স্থান হয়নি।
2. 'P & A R DEPARTMENT,(C C WING),BLOCK-I, 2ND FLOOR, WRITERS’ BUILDINGS, KOLKATA 700 001. ' দফতরের নিয়োগ তালিকা। এই তালিকায় রয়েছে ৫২০ জনের নাম। তার মধ্যে মুসলিম স্থান পেয়েছে মাত্র ১৩ জন।মুসলিম নিয়োগের হার মাত্র ২.৩%।
3. ২০০৬ সালের ক্লার্কশিপ পরীক্ষার ভিত্তিতে লোয়ার ডিভিশন অ্যাসিসটেন্ট নিয়োগের দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে ১৬ মার্চ, ২০১০। নোটিশ নং: A-61/PSC (A) .
এই তালিকায় রয়েছে মোট ২৭৮ জনের নাম। তার মধ্যে মুসলিম মাত্র ৩ জন! অর্থাৎ মুসলিম নিয়োগের হার এক শতাংশেরও কম।
4. 'WEST BENGAL LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT, “ASSEMBLY HOUSE”, KOLKATA –1.' বিভাগে নিয়োগকৃতদের তালিকায় মোট ১০ জনের নাম থাকলেও একজনও মুসলিমের স্থান হয়নি।
5. 'FOOD & SUPPLIES DIRECTORATE UNDER THE FOOD & SUPPLIES DEPARTMENT, “KHADYA BHABAN” (1ST FLOOR), 11/A, MIRZA GHALIB STREET, KOLKATA- 87. 'এতে রয়েছে ২৬৮ জনের তালিকা। তার মধ্যে মাত্র তিনজন হলেন মুসলিম।
6. গত ১৬ মার্চ এবং ২৫ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি দফতরের লোয়ার ডিভিশন কর্মী নিয়োগের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে মুসলিমদের হার দু শতাংশেরও কম। বিভিন্ন দফতরের লোয়ার ডিভিশন ক্লার্ক নিযোগের যে দুটি তালিকা প্রকাশিত হয়েছে তাতে মোট নিয়োগের সংখ্যা হল ৮৩৪ জন। এর মধ্যে মুসলিম মাত্র ১৬ জন।
কলকাতা থেকে প্রকাশিত 'আপনজন' পত্রিকার সৌজন্যে।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন