বিজিবির বর্ডার রক্ষা।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২৫ অক্টোবর, ২০১৩, ০৬:৫৯:৩৮ সন্ধ্যা
না বিজিবি এখন দেশের ভৌগলিক বর্ডার রক্ষার কাজে নিয়োজিত নয়। বর্ডার সম্ভবত এখন ওপেন। তাতে শেখ হাসিনার কিছু আসে না। কারণ তার একটাই মিশন আর তা হলো বাংলাদেশের পরিচিতি বদলে দেয়া। দিন বদলের কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের দ্বীন বদল করা। ইতোমধ্যে মুসলমানদের দ্বীন বদলের কাজে তিনি অনেক দূর অগ্রসর হয়েছেন। ওয়াজ মহাফিল এবং তফসির মহাফিল বন্ধ। মুসলমানরা যাতে সঙ্গবদ্ধ হতে না পারে সে জন্য মুসলিমদের দলগুলোকে জঙ্গিবাদ নামে আখ্যা দেয়া। মানুষ যাতে কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য না পড়ে এবং ঘরে না রাখে সে জন্য তাকে জিহাদী বই হিসেবে প্রমান করা ও প্রচার করা, মসজিদে ইমাম সাহেবরা যাতে কোরআনের সঠিক ব্যাখ্যা দিতে না পারেন তার জন্য তাদেরকে পুলিশ দিয়ে আটক করে ইমামদের মনে ভয় এবং আতন্ক সৃষ্টি করা, ইসলামী বইতে আল্লাহ ও দেবতার নামে পশু জবাই করা হালাল এসব শিখানো, সর্বজন শ্রদ্ধেয় ইসলামী নেতাদের যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে আটক করে তারা ধর্ষক, খুনী, লুটেরা হিসেবে প্রমাণ করার চেষ্টা করা এবং প্রকারান্তরে ইসলাম ধর্মকেই কলন্কিত করা, এমন হাজারো কাজ তিনি করে ফেলেছেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে রাষ্ট্রের পরিচিতি বদলে মানুষের দ্বীন বদলে তিনি বেশ সফল হয়েছেন। এবার ২য়বার ক্ষমতায় আসতে পারলে এদেশে আর সঠিক মুসলমান থাকবে না, যা থাকবে তা হলো আওয়ামী মুসলমান, ইতোমধ্যে সে রকম অনেক মুফতি মওলানাও তিনি তৈরি করে ফেলেছেন। তারা মুমিনদের চেয়ে নাস্তিক ইসলাম বিরোধীদেরকে বেশি ভালবাসেন। তাদের নবী ও পিতা শেখ মুজিব। সংসদে আল্লাহর নামের পরিবর্তে এবং নবীজী স:-কে স্মরণের পরিবর্তে আওয়ামী মুসলমানরা শেখ মুজিবের নাম স্মরণ করে ভাষন শুরু করে থাকেন। ইসলাম তাদের কাছে ঘৃণ্য এক ধর্ম।
শেখ হাসিনাপুত্র জয় একেই অসমাপ্ত বিপ্লব বলেছেন।
যাই হোক এখন ইসলাম প্রিয় সত্যকার মুসলমানরা শেখ হাসিনার মিশন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। তারা এখন খালেদা জিয়ার নেতৃত্বে রূখে দাড়িয়েছে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে পার্থক্য হলো শেখ হাসিনা নামাজ পড়লেও মা দূর্গার ক্ষমতায় বিশ্বাসী এবং ইসলাম ও মুসলমানদের দুশমন কমুনিষ্টরা তার কাছে প্রিয়। আর খালেদা জিয়া মুসলমানদের বন্ধু এবং আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। এখন শেখ হাসিনা বিজিবিকে বর্ডার থেকে তুলে এনে মুসলমান এবং অন্যান্ন ধর্মের মানুষের মাঝখানে বর্ডারে রেখেছেন। শেখ হাসিনার কাছে কোন ধর্মই নিরাপদ নয়, কারণ তার মন্ত্রীই সে ব্যাখ্যা দিয়েছে। আব্দুল লতিফ সিদ্দিকী বলেছে ধর্ম আফিম। অতএব শেখ হাসিনা ধর্ম বিরোধী। বিজিবি এখন এই নতুন বর্ডারে কাজে নিয়োজিত। এরই মধ্যে তারা পাঁচজনকে হত্যা করেছে।
এখন অপেক্ষার পালা বিজিবিকে আল্লাহ হেদায়েত করেন কিনা।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন