মাননীয় প্রধানমন্ত্রী জনগনকে গরু-ছাগল মনে করবেন না।

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৮ অক্টোবর, ২০১৩, ০৭:৪১:১৯ সন্ধ্যা

মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন এত উন্নয়ন করেছি তত উন্নয়ন করেছি তাও সিটি কর্পোরেশন নিবার্চনে ভোট পেলাম না। তিনি বলেন মানুষ এখন ৪ বেলা ভাত খাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তিনি ভাতের লোভ দেখিয়ে ভোট চান। কিন্তু তিনি তো জানেন ১০ হাজার বছর আগেও মানুষের ভাতের চাহিদা ছিল। মানুষ ভাত-কাপড়ের জন্যই সংগ্রাম করে। কেয়ামত পর্যন্ত করবে। কিন্তু মানুষ তো গরু-ছাগল নয়, যে ভাত আর আশ্রয় পেলেই মালিকের অনুগত হয়ে যাবে! তার একটা নৈতিক মূল্যবোধ আছে। তা সে যত গরীবই হোক। প্রধানমন্ত্রীর শাসন পদ্ধতি মানুষের নৈতিক মান ধংস করেছে, নতুন প্রজন্ম মানুষকে সন্মান দিতে নয় বরং অসন্মান করতে শিখেছে। তারা খুনের নেশায় এখন মত্ত। অপরাধ প্রমাণ না হলেও মহৎ নেতাদের মৃত্যু চাচ্ছে। ধর্ষণ করছে প্রধানমন্ত্রীর স্কুলের শিক্ষকরা এবং তার সন্তান ছাত্রলীগ। নিরাপরাধ রাজনীতিকদেরকে মিথ্যা অজুহাতে জেলে রাখা হয়েছে। লক্ষ কোটি হাজার টাকা লুট হচ্ছে, দেশের মানুষকে সীমান্তে নির্মমভাবে হত্যা করা হচ্ছে প্রধানমন্ত্রী টু শব্দও করে না। টিভি পত্রিকা বন্ধ করে দেয়া হচ্ছে বিশেষ করে যারা মুসলমানদের পক্ষে কথা বলে। এমন হাজারটা বিষয় আছে যা মানুষের নৈতিক মূল্যবোধে আঘাত করে। সুবিচার নাই, মুসলমানদেরকে জঙ্গি মৌলবাদী বলা হচ্ছে। আল্লাহর বিধানের কথা বললেই তাকে নির্মূল করার প্রচেষ্টা চলছে। সংখ্যানুপাতে সংখ্যালঘুদের চাকরী বেশি পরিমানে দেয়া হচ্ছে। যা পার্শ্ববর্তী দেশেও নজীর নাই।

মাননীয় প্রধানমন্ত্রী মানুষ গরু-ছাগল নয়, পৃথিবী এখন আধুনিক, সভ্য এবং প্রতিটি মানুষ নিজেকে মানুষ মনে করে। আপনি যখন ভাতের কথা বলেন, উন্নয়নের কথা বলে ভোট চান তখন মানুষ সেই সব মূল্যবোধ খোজে। যা আপনি তাদের জীবন থেকে কেড়ে নিচ্ছেন।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File