মাথায় একটা প্রশ্ন আইছে।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৮ আগস্ট, ২০১৩, ০৮:৪২:৪০ রাত
সরকার এই যে জঙ্গি ধরতাছে এরা এতদিন কই আছিল? কত গণজাগরণ গেল, হেফাজতরে মারলো, প্রত্যেক দিন জামাত শিবিররে খালি নাশকতার অভিযোগ তুইলা ধরতাছে। রিমান্ডে লইয়া অত্যাচার করতাছে, ওয়াজ মহফিল সরকার বন্ধ কইরা দিছে, ইমাম সাহেবরা কোরানের সত্য তফসির বয়ান করলে তাগো এ্যরেষ্ট করতাছে, ইসলামী বইরে জিহাদী বই কইতাছে, তা এই জঙ্গিরা তহন কোথায় থাহে?
আজ পর্যন্ত এই সব জঙ্গিগো হাতে কারোরে মরতে দেখলাম না, এরা ক্যামোন জঙ্গি? এরা কি আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ থাইকা আর সরকারের পুলিশ থাইকা বেশি মানুষ মারছে?
কিজানি কোন জবাব পাইতাছি না।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন