পুরানো বোতলে নতুন মদ
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৮ আগস্ট, ২০১৩, ০৯:১০:৩৫ রাত
কে না জানে হোসেন মোহাম্মদ এরশাদ জন্ম-জন্মান্তর ধরে বিশ্বাসঘাতক। তার রক্তে শিরা উপশিরায় লোমকুপের গোড়ায় পর্যন্ত আওয়ামীলীগ আসন গেড়ে বসে আছে। একমাত্র প্রধানমন্ত্রী তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে এত বেশি জানেন যে আর কেউ তা জানেনা। তিনি সেই রকম করে এরশাদের সাথে ব্যবহারও করে থাকেন।
এখন প্রধানমন্ত্রী এরশাদকে একটু ভিন্নভাবে ব্যবহার করবেন। প্রধানমন্ত্রী ভালো করেই জানেন এদেশের মুসলিম সমাজ বুঝে গেছে তিনি ইসলাম বিরোধী। অতএব সামনের নির্বাচনেই শুধু নয় কেয়ামত পর্যন্ত কোন মুসলমানের ভোট তিনি পাবেন না। এখন কি করা যায়! ভরসা এরশাদ।
এরশাদ মহাজোট থেকে বেরিয়ে হেফাজতে ইসলামকে কাছে টানবেন। তিনি কাঁদবেন, পা ধরবেন, হজ করবেন, মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন, হেফাজতের হয়ে লড়াই করবেন মোট কথা তিনি প্রমাণ করবেন তিনি সাচ্চা মুসলমান ও তিনি ইসলাম ও মুসলমানদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। এইভাবে তিনি মুসলমানদের ভোট নিবেন। তারপর!
তারপর যেই লাউ সেই কদু। তিনি আওয়ামীলীগের সাথে যোগ দিবেন।
অতএব হে মুসলিম সমাজ আর প্রতারণার ফাঁদে পা দিও না। ধর্ম ব্যসায়ীদের ফাঁদে আর পা দিও না। ধর্ম ব্যবসায়ী তারাই যারা আল্লাহর বিধান চায় না, আল্লাহর বিধান যারা চায় তাদেরকে নানা অপবাদ দিয়ে হত্যা করতে চায়।
যদি ধর্ম প্রতিষ্ঠাকারীদের বাদ দিয়ে ধর্মব্যবসায়ীদের ফাঁদে পা দাও তবে জেনে রেখ এবার তোমাদের আর রক্ষা নাই।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন