আস্তিক নাস্তিক

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ২১ জুন, ২০১৩, ১২:১৩:৩৪ দুপুর

কেউ বলেন আমি আস্তিক, নামাজ পড়ি। চাইনীজ একটা প্রবাদ আছে,'কাউকে চিনতে হলে তার বন্ধুদের চরিত্র দেখলেই তাকে চিনতে পারবে।' অতএব যে নিজেকে আস্তিক দাবী করে অথচ তার সঙ্গি সাথীরা নাস্তিক তবে তার দাবী যে মিথ্যা সে কথা প্রমাণ হয়ে যায়।

২য়ত: কেউ যদি মা-লক্ষ্ণীকে সব কিছুর মালিক মনে করে এবং মুখে তা স্বীকার করে এবং লোক দেখিয়ে প্রতারণামূলক নামাজ পড়ে তবে এটাও প্রমাণ হয়ে যায় যে তিনি নামাজ পড়েন কিন্তু সিজদা করেন আল্লাহকে নয়, বরং মা-লক্ষীকে। এই ধরণের নিকৃষ্ট মুসলিম নামধারী ভন্ড-প্রতারকদের থেকে সাবধান।

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File