ইসলাম ও মুসলমানদের দুশমনকে চিনবেন কি করে!

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৭ জুন, ২০১৩, ০৮:১২:০২ রাত



১. নিজে মুসলমান হয়েও যারা মুসলমানদের মধ্যে জঙ্গি খুজে বেড়ায় ও জঙ্গিতত্ত্ব প্রচার করে।

২. যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে।

৩. যারা নিজে মুসলমান হয়েও মুসলমানদেরকে মৌলবাদী বলে।

৪. যারা মুসলমানদের ধর্মের ভিত্তিতে কোন রাজনৈতিক কার্যকলাপকে বলে ধর্ম ব্যবসায়ী।

৫. যারা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার। খাটি মুসলমান তারাই যারা বলে ধর্ম যার যার রাষ্ট্র আল্লাহর।

৬. যারা ধর্মের ভিত্তিতে কোন কাজকে ধর্মান্ধতা বলে।

৭. যারা বলে ধর্মকে উসকে দিয়ে অমুক কাজ হাসিল করছে এক ব্যক্তি বা গোষ্ঠি।

৮. যারা বলে ধর্ম ব্যক্তিগত, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না।

৯. যারা এদেশের মুসলমানদের স্বার্থবিরুদ্ধ কথা বলে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বিনা দোষে কোন মুসলমানকে হত্যা করলে এরা প্রতিবাদ তো দুরের কথা বরং মনে মনে খুশি হয়। নিজেদের লোক নিজেরাই মারামারি করে মরলেও এরা খুশি হয়। ভাবে একজন মুসলমান তো কমলো।

১০. যারা নিজে মুসলমান হয়েও অন্য মুসলমানকে উগ্রপন্থি বলে।

১১. এরা ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস প্রজন্মের কাছে লুকিয়ে রাখতে চায়।

১২. এরা মুসলমান কবি সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং মহান ব্যক্তিদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করে অপরাধী প্রমাণ করতে চায়।

১৩. এরা ইসলামী সাহিত্যকে জিহাদী বই বলে এবং জিহাদ শব্দটিকে আতঙ্কগ্রস্ত করে তোলে।

১৪. এরা নিজের জঘন্য সব অপরাধকে ইসলামপন্থিদের উপর চাপিয়ে দেয়।

১৫. মুসলমানদের স্বার্থে যারা কাজ করে তাদের মধ্যে এরা ভাঙ্গন সৃষ্টি করে। বা পাল্টা এমন একটা দল তৈরি করে আপাতত: মনে হবে তারা বুঝি দেশ ও জাতির স্বার্থ দেখছে। কিন্তু সুক্ষè যুক্তি দিয়ে বিচার করলে দেখা যাবে আসলে তারা মুসলিম স্বার্থ বিরোধী।

এমন আরো কিছু বিষয় আছে, চোখকান খোলা রাখলে ইসলাম ও মুসলমান বিরোধীদেরকে সহজেই চিনতে পারবেন।

এদেরকে চিনে রাখুন। এরা মূলত প্রতারক ও ভন্ড শ্রেণীর। এরা মানসিক ভাবে অপরাধপ্রবণ। এরা মুসলমান নামের হতে পারে কিন্তু মুসলমানদের চির দুশমন। বাংলাদেশে চরম অরাজকতার মূলে এরাই কাজ করে যাচ্ছে। বালাদেশের মানুষের মধ্যে এরাই বিভেদ সৃষ্টি করেছে। এরাই ইসলাম ও মুসলমানদেরকে কলঙ্কিত করে চলেছে। এদের কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয় হলো মুসলমানদের কলঙ্ক, পরাজয় এবং দারিদ্র।

এদেরকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলুন। জনগণকে সচেতন করুন। কোন ঈমানদার মুসলমান যদি এদের প্রতারণায় ভুলে এদেরকে মুসলমানদের নেতা হিসেবে নির্বাচন করে তবে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এদের দ্বারা মুসলমান ও ইসলাম ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার সেইসব মুসলমানদের উপরও বর্তাবে।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File