জনগন বি এন পিকে ক্ষমা করবে না।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৪ জুন, ২০১৩, ০৭:৫২:৩৯ সন্ধ্যা
আওয়ামীলীগের গত সাড়ে চার বছর এবং মঈন-ফকরের দুই বছর বাংলাদেশের জনগণ যেভাবে নির্যাতিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, বিদেশীদের কাছে অপমানিত হয়েছে, গুম, খুন এবং বিচারের নামে অমানবিক রিমান্ড নির্যাতনের শিকার হয়েছে এমন আর কখনো হয়নি। বিএনপি জনগনকে ডাকলেই পল্টনে দলবেধে হাজির হয়েছে। যদি তারা সম্মান নিয়ে শান্তিপূর্ণভাবে বেচে থাকতে পারে এই আশায় জীবন দিতে রাজি হয়েছে। বেগম খালেদা জিয়া যখনই ডেকেছেন জনতা শামিল হয়েছে জনসভায়। কিন্তু কি হলো! এদেশের মুসলমানদের উপর নেমে এসেছে মক্কী যুগের অন্ধকার। শেখ হাসিনা সরকার ইসলামের বিরুদ্ধে বিকৃত মস্তিস্কের কয়েকটি ইসলাম বিরোধী আলেমদল তৈরি করে ফেলেছে। তার নাস্তিক ইসলাম বিরোধী মন্ত্রীরা ইসলামের নামে হাদিস কোরানের বিকৃত মনগড়া ব্যাখ্যা দিচ্ছে, দেব-দেবীর নামে বলি দেয়া পশু মুসলমানদের জন্য হালাল এই শিক্ষা দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে। এমন কি বিধর্মীরাও ইসলামের মহান পবিত্র শব্দ নিয়ে ব্যঙ্গ করছে।
আজ সম্মানিত প্রত্যেক ব্যক্তিকে বিচারের নামে নির্যাতন এবং অপমান করা হচ্ছে। মানুষের চিন্তাশক্তি বিশেষ করে যুবশ্রেণীর সৃজনশীল চিন্তার মৃত্যু ঘটেছে। তারা স্বাধীন চিন্তা করতে পারছে না। কি জানি কোন কথায় আবার রিমান্ডের নামে র্ববর নির্যাতন নেমে আসে। অধিকাংশ মানুষ প্রাণের ভয়ে একটা দালাল এবং ক্রীতদাস সুলভ মানসিকতা তৈরিতে ব্যস্ত। যাতে প্রধানমন্ত্রী খুশি হন।
এমতাবস্থায় বিএনপিকে সেই স্বৈরাচারের চেয়েও ঘৃণ্য সরকারের বিরুদ্ধে কোন বাস্তব পদক্ষেপ নিতে দেখা যায়নি। অথচ জনতা তার পাশে আছে বিভিন্ন জনসভায় তার প্রমাণ মিলেছে। এর মানে কি এই নয় যে 'তোমরা কাজ চালিয়ে যাও, আমাদের বিরোধীতা মনে করো অভিনয়,বিরোধীতা যা করবো তাকে আমলে নিওনা।' প্রকারান্তরে আমরা আসলে তোমাদের দালালের ভূমিকা নেব।
বলা যায় এ সরকার ১৭৫৭ সালের ইষ্ট-ইন্ডিয়া সরকার অর্থাৎ একটা ব্যবসায়ী লুটেরা সরকার। আর বিএনপি হলো মীরজাফর, জগৎশেঠ উমিচাদ। একদিকে সরকারের পক্ষ নিচ্ছে অপরদিকে জনতাকে প্রবোধ দিচ্ছে।
বাংলাদেশের মুসলমান সেদিনের মত আজো ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের মত। খুব শীগগীরই তাদের উপর রোহিঙ্গাদের নির্যাতন নেমে আসবে মনে হয়। তুমি মুসলিম এই তোমার অপরাধ। হা করে আছে ইনু মেনন এবং সরকার প্রধান স্বয়ং।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন