যেখানে তুমি নেই

লিখেছেন লিখেছেন কাইয়ূম আবদুল্লাহ ২০ এপ্রিল, ২০১৩, ০৭:০৭:২১ সকাল

১.

এখানে আর যায় না থাকা

চলে যাবো যেখানে খুশি

দিক-বিদিক তেপান্তরের দিকে Ñ

এই ভেবে প্রচন্ড অভিমানে যখনই

পা বাড়াতে চাইতাম অজানা গন্তব্যে

তখন সামনে এসে তোমার বাধা

জল টলমল চোখে পথ আগলে দাঁড়ানো

নিমিষেই সব নিঃশেষ করে দিতো।

এবার সত্যি চলে যাচ্ছি মা!

সব দরজা উন্মুক্ত রেখেছে ওরা

এযাত্রায় আর ফেরাবে না কেউ

তুমি নেই, বলবে না ‘খোকা যাচ্ছি কোথায়?’

২.

কোথাও কিছু চাইবো না আর

কারো কাছেই না

যার কাছেতে চাইবো, সেই

সংসারে নেই মা।

তার কাছেই সব চাওয়া যায়

নেই কিছুতে মানা

মায়ের মতো আপন-স্বজন

নেই কারো নেই জানা।

বিষয়: Contest_mother

১৫৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File