মহান শিক্ষামন্ত্রীর মহাসাফল্য
লিখেছেন লিখেছেন নব্য দার্শনিক ১৭ এপ্রিল, ২০১৩, ১২:৫৬:০৫ দুপুর
এইবারের এইচ এস সি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রত্যক্ষ সাক্ষী হলাম,গতকয়েক বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায় বেশীর ভাগ স্থানে রিয়ালিটি শো এর মত পরীক্ষার্থীদের প্রত্যক্ষ হেল্প লাইন হিসেবে উপস্থিত স্বয়ং পাঠদাতাবৃন্দ। অবাক বিস্ময়ে দেখি মিডিয়া বা ফেইসবুক এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না,বরং সবকিছুকে ছাপিয়ে(জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্তবিরতা,বুয়েট,পাবলিক বিশ্ববিদ্যালয় সহিংসতা,শিক্ষাঙ্গনে সোনার ছেলেদের ভুমিকা) দেশের সর্বক্ষেত্রে এমনকি বিরোধীদের কাছেও শীর্ষসফল মন্ত্রী তালিকার শীর্ষে নুরুল ইসলাম নাহিদ!!!!
মোড়ালস অফ দা স্টোরি------
১/ সন্দেহাতিতভাবে প্রমাণিত বিষয় নিয়ে কথা বলতে বাঙ্গালী অভ্যস্ত নয়,বিতর্ক করার সুযোগ নেই বলে।
২/মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করলে একটা সময় জঘন্য মিথ্যা অকাট্য সত্তে রূপ নেয়।
৩/শিক্ষাক্ষেত্রের অধঃপতনই পারে নোংরা রাজনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে,যেই ধারা বর্তমানে সফলভাবে চলছে।
৪/ সার্টিফিকেট প্রাপ্তি দালালির জন্য ঢালসরূপ।উদাহরণসরূপ-“আমি সব জানি। এতকিছু না জানলে কি আর আমি এইটা ওইটা ছিঁড়ছি”।
৫/অল্পবিদ্যার ভয়ঙ্কর সুফল পেতে শুরু করেছে জাতি।
বিহাইন্ড দা স্টোরি:
ভাবমারা ব্যাকগ্রাউন্ডকে পুঁজি করে কিছু নব্য উচ্চমানের গাধা সবজান্তার ভান ধরে বারংবার তাদের বিকৃত মস্তিস্কের যথাস্বীকৃত ব্যাবহার করেই চলছে,নিঃসন্দেহে ইহারা মহান শিক্ষামন্ত্রীর মহাসাফল্যের ফসল।
সো হোয়াই ইউ আর জাম্পিং, আই নো দেট!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন