তিহাসের শিক্ষা কি বলে???!!!!
লিখেছেন লিখেছেন নব্য দার্শনিক ১০ এপ্রিল, ২০১৩, ০৩:০৯:৫০ রাত
রাষ্ট্রের তথাকথিত বুদ্ধিজীবী ও প্রগতিশীলদের প্রাচীন পূর্বপুরুষগন ধর্মীয়ও নৈতিক শিক্ষাকে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক হিসেবে আখ্যায়িত করে স্বীয় জাতিকে প্রবল অন্ধকারে নিমজ্জিত করেছিলেন,
যার ফলশ্রুতিতে জড়ের পুজা ও সৃষ্টিকে স্রস্টা হিসেবে মেনে নেয় ধর্মবিমুখ অজ্ঞ পরবর্তী প্রজন্মসমুহ।যাদের উপর সহজেই চাপিয়ে দেয়া হয় স্বার্থান্বেষী ধ্বংসাত্মক চেতনা।
বর্তমানে এদের লিলিপুট উত্তরসূরীগন সেই লক্ষে এগিয়ে চলছে এবং তাদের পরিশ্রমের ফসল এক আজিব চেতনাবাদি হাইব্রিড যুবসমাজ
যারা না মুসলিম, না নাস্তিক
আবার কেও কেও স্বঘোষিত "না মানুষ" ( এই চেতনারহস্য বড় জানতে ইচ্ছে করে)
সহজকথাঃইনসাফ প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বস্তরে ইসলাম কায়েম করতে হবে।অনেকেই আছেন যারা ইসলামের দাওয়াতকে(তাবলীগ) সমর্থন করেননা, ইসলামিক রাজনীতি সমর্থন করেননা, তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছেন। আজ যদি ইসলামের সার্বিক চর্চা বজায় থাকতো তাহলে এই কমেডি সার্কাসের জোকেরদের দেখতে হত না
আর্জিঃবিবৃতির সাথে চারিত্রিক মিলনের ফলে কেও ধর্ষিত বা গর্বিত হলে আমি দুঃখিত
বিষয়: রাজনীতি
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন