পৃথিবীর শ্রেষ্ঠ পিতাদের একজন
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২০ এপ্রিল, ২০১৪, ০৩:৫৭:৫৪ দুপুর
প্রিয় আব্বু,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা তোমার স্নেহের ৬ সন্তান। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। তোমাকে আমাদের মাঝে মুক্ত আকাশের নিচে নিয়ে আসতে।
আফসোস।
আমরা তা করতে পারিনি।
আমাদের কোনো অভিযোগ নেই পরম করুণাময় আল্লাহর কাছে। তোমার আকাংখিত শহীদি মৃত্যু তিনি তোমায় দিয়েছেন। শুধু আজ অনুভব করতে ইচ্ছা করছে। তোমার সেই প্রশান্ত নির্মল চিত্ত।
যার মজবুত ঈমানের দুর্গ ভেদ করতে পারেনি কোন রক্ত চক্ষু।
যে দৃঢ়তার কাছে ভেঙ্গে চুরে চুরমার হয়েছে জালিমের ফাসির মন্ঝ।
আর তাইতো আব্বু তুমি সীসাঢালা প্রাচীরের ঈমানের উদাহারণ হয়ে থাকবে ততদিন, যতদিন এই পৃথিবীর বুকে ইসলামী আন্দোলন বেচে থাকবে।
আব্বু, আমরা তোমার চোখে অশ্রু দেখেছি
আর মুখে শুনেছি দোয়া,
যখন পৃথিবীর যে কোন কোণায়
কোন মুসলমান হয়েছে
নিপীড়িত নির্যাতিত ।
আজ তোমার এই শহীদি মৃত্যু কাদিয়েছে লাখো-কোটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে। তোমার গায়েবী জানাযা পড়া হয়েছে প্রায় পৃথিবীর সবকটা দেশে। যে বিনিয়োগ তুমি এখন ইসলামী আন্দোলনের জন্য করে গেলে, তার ফসল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের মাটিতে ভোগ করবে ইনশাআল্লাহ।
আব্বু, ইসলামী আন্দোলনে তোমার জীবন তুমি যেদিন থেকে নিবেদিত করেছো। সেদিন থেকে তোমার উপর আমাদের চেয়ে সংগঠনের অধিকার বেশি আরোপ করেছো। তাইতো আজ আমরা ৬জন ছাড়া্ও তোমার লাখো সন্তান। তোমার মুক্তির আন্দোলনে শহীদ হয়েছেন অনেকজন। ফাসির মন্ঝে তোমার নির্ভীক পদাচারণা আজ লাখো মনে নির্ভেজাল ঈমানের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।
আব্বু, আমরা তোমার জানাযায় যেতে পারিনি শেষ পর্যন্ত। তোমার ইচ্ছা ছিলো যে, তোমার ইহরামের কাপড় তোমার জানাযার কাফন হবে, এসব ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি। আমরা কাদতে পর্যন্ত ভুলে গিয়েছি।
ছোট বেলায় বাবা তুমি পিঠ চুলকিয়ে না দিলে যে আমাদের ঘুম আসতো না। আর পরে আমরা তোমার পা টিপে না দিলে আর চুল টেণে না দিলে যে তুমি ঘুমাতে পারতে না।
এই ছোট্র ভিডিওটা দেখার অনুরোধ রইল____________
বাবা সন্তানের কাছে কতো বড় নিয়ামত । না দেখলে বুঝতে পারবেন না
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর তাইতো আমি শিরোনামে বলেছি- পৃথিবীর শ্রেষ্ঠ পিতাদের একজন।
(((ইনশা আল্লাহ)))
সন্ধাতারা-কে টুকাই এর পাতায় সুস্বাগতম। তবে সন্ধাতারার সাথে ছবির কিন্তু মিল নেই। একটা সুন্দর ছবি চাই।
আর তাইতো আমি শিরোনামে বলেছি- পৃথিবীর শ্রেষ্ঠ পিতাদের একজন।
(((ইনশা আল্লাহ)))
মন্তব্য করতে লগইন করুন