আমার যখন ১বৎসর বয়স (প্রায়)
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ০৪ এপ্রিল, ২০১৪, ১২:০১:১৩ দুপুর
ব্লগে অনিয়মিত,,,,,,,,,,,,,,,,,অনঅভিঙ্গ। অনেক আশা আর ইচ্ছা নিয়েই আমার ব্লগ জগতে প্রবেশ। ২০১৩ এর শুরুর দিকে সামু দিয়ে শুরু তারপর একপর্যায়ে টুডেব্লগ।।।
এক বছরের মাথায় এবং আজ শুক্রবার, তাই একটি হাদিস দিয়েই শুরু করব। অতি পরিচিত ও সহজ কিন্তু খুবই important একটি হাদিস।
"হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ চারটি বৈশিষ্ঠ দেখে কোন মহিলাকে বিবাহ করা হয়। ১. ধনের কারণে ২. বংশ মর্যাদার কারণে ৩. রুপ সৌন্দের্যের কারণে ৪. দ্বীনধারীর কারণে। তোমরা দ্বীনধার স্ত্রী লাভের চেষ্টা করো, তোমার হাত ধুলিমলিন হোক।" (মুত্তাফাকুন আলাইহে ও মেশকাত শরীফ)
হযরত আবু হুরাইরা (রা.) একজন বিখ্যাত ও সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে আব্দেস শামস নামে পরিচিত ছিলেন। ইসলাম গ্রহণের পর আব্দুর রহমান নাম হলেও তিনি মূলত আবু হুরাইরা (রা.) নামেই পরিচিত ছিলেন। আবু অর্থ পিতা আর হুরাইরা মানে বিড়াল অর্থাৎ বিড়ালের পিতা। তিনি বিড়ালকে খুবই ভালোবাসতেন। একদিন রাসূল (সা.) এর সাথে সাক্ষাৎকালে হঠাৎ করেই তার চাদরের নিচ থেকে বিড়াল বেরিয়ে পড়ে। আর সেই থেকে আল্লার বন্ধু রাসূল (সা.) তাকে আবু হুরাইরা নামে ডাকতেন।
যে হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে আছে তাকে মুত্তাফাকুন আলাইহে বলা হয়।
এই হাদিসটিতে খুব বেশী ব্যাখ্যা করার অবকাশ নেই। খুবই সহজ সরল ও তাৎপর্যময় হাসিটি।
বিবাহ-শাদীর ব্যাপারে লোকেরা সাধারণত পাত্রীর ধন-সম্পদ, বংশমর্যাদা ও রুপ সৌন্দের্যের গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু নবী কারীম (সা.) দ্বীনধার পাত্রিকেই অগ্রাধিকার দিতে বলেছেন। তাহলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যাবে। তবে কোন পাত্রীর ক্ষেত্রে দ্বীনধারীসহ অন্যান্য গুণাগুণের সমাবেশ ঘটলে তা খুবই ভালো। 'তোমার হাত ধুলিমলিন হোক' কথাটির বিকল্প অর্থ হতে পারে যে, তুমি দ্বীনধার স্ত্রী গ্রহণ না করলে পরিণামে তুমি লান্চিত ও অপমানিত হবে।
আমাদেরকে মনে রাখতে হবে- কোন ভাবেই দ্বীনধার স্ত্রী পাবার ক্ষেত্রে কোন আপোশ করা চলবে না।
আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো আর এখন কি করছো? আমি তুমাকে চিনি না, জানি না, দেখি নাই কিন্তু তুমি কে নিয়ে আমার এতো ভাবনা কেনো??? আমাদের শরীর, মন সবকিছুই আমানত। নিজেকে আমানত রাক্ষা করতে হবে আরেকজনের হক্বের কথা মনে করে। সেও হয়তো তাকে হেফাজত করছে আরেকজনের জন্য।
হে আল্লাহ!!! তুমি আমাদেরকে দ্রুত মিলিয়ে দাও। পরষ্পরকে পরষ্পরের জন্য দ্বীনধার ও খুদাভীরু হিসেবে। হেফাজত করো হে মালিক।।।।।
"আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত- রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ গোটা দুনিয়াটাই সম্পদ। আর দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হলো সৎকর্মশীল নারী"। (মুসলিম ও মেশকাত শরীফ)
বছরের মাথায় আর এই পবিত্র শুক্রবারে এই কামনায়।।।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুশীলের সূবুদ্ধি হয়েছে। ভালো লাগার জন্য থ্যাংকু...
দু'আ তো করলেন না
বছরের মাথায় আর এই পবিত্র শুক্রবারে এই কামনায়।।।
(((আমীন)))
বছরের মাথায় আর এই পবিত্র শুক্রবারে এই কামনায়।।।
(((আমীন)))
মন্তব্য করতে লগইন করুন