এরশাদ সমাচার, সুজাতার বক্তব্য ও একটি ভিডিও

লিখেছেন লিখেছেন টোকাই বাবু ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩০:২৭ দুপুর

রওশন : এই তুমি কোথায় ? এতক্ষন ফোন করেও পাচ্ছিলাম না কেন ?

এরশাদ : আমার মন খারাপ । এখন ভাঙ্গা ফ্লাইওভারের উপর বসে সিগারেট খাচ্ছি

রওশন : কি খাচ্ছ ?

এরশাদ : পান খাচ্ছি । সিগারেট খাওয়ার সিদ্ধান্ত এইমাত্র পাল্টালাম

রওশন : তা বাসায় আসবানা ?

এরশাদ : না যাব না । আমাকে কেউ এক পয়সারও দাম দেয় না

রওশন : তোমাকে কেউ দাম দেয় না ? এক পয়সা দুই পয়সা.....দশ পয়সা । পুরা দশ পয়সার দাম দিলাম ।

এরশাদ : রওশন আপা আপনিও আমার সাথে ইয়ার্কি করেন ?

রওশন : আপা মানে ? আমি তোমার আপা ?

এরশাদ : লোকে নাকি আমাকে লুইচ্চা বলে তাই দেশের সার্বিক পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকেও আমি আপা বলে ডাকব । প্রেস ব্রিফিংএ আমার এই সিদ্ধান্তের কথা বলতে পারলাম না বলে দুঃখিত

রওশন : আচ্ছা বুঝছি । কিন্তু তুমি রাগ করছো কেন ?

এরশাদ : হাসিনা আপা খালেদা আপা কেউ আমাকে ভালবাসে না । আমি কি এতই খারাপ ?

রওশন : ঝাঁটার বাড়ি খাবা ?

এরশাদ : মিস রওশন !! মুখ সামলে কথা বলবেন

রওশন : মিস রওশন মানে ??? কি হইতেছে এসব ? আর শুনলাম তুমি নাকি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছ ?

এরশাদ : হ্যা নিয়েছি । আমি আমার দেশের ভাল চাই

রওশন : আচ্ছা বুঝলাম এবার বাসায় তো আসো তারপর সিদ্ধান্ত নিয়ে দেশের ভাল করা যাবে

এরশাদ : ধুর ! রসাতলে যাক দেশ । দেশ মরলে আমার কি

রওশন : সেকি ! এই না বললে তুমি দেশের ভাল চাও

এরশাদ : আশ্চর্য !! কখন বললাম একথা ? রওশন ভাবী আপনি কিন্তু তখন থেকে আমার নামে মিথ্যাচার করছেন

রওশন : ভাবী ? মাইরালারে আম্রে কেউ এরশাদের মুখের কথা দিয়া গুলি কইরা মাইরালা

~ তমা মির্জা ফান কাকে বলে?

(সংগৃহীত)

এখন বাংলাদেশীদের ভেবে দেখতে হবে আর করণীয় ঠিক করতে হবে....

click this link & see the short report

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File