Oh go OnOh go OnOh go Onদেশপ্রেম অত:পর কিছু প্রশ্নOh go OnOh go OnOh go On

লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২৯ নভেম্বর, ২০১৩, ০৯:১৯:৩৩ রাত

১৯৭১ সনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অর্থই যদি স্থায়ী দেশপ্রেমবোধ হিসেবে বিবেচিত হতে থাকে, তাহলে আরেকটি মুক্তিযুদ্ধ সংঘটিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমের সনদপত্র কেউ কি পাবে না ? এরুপ হলে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের পরবর্তী কাল থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যারা জন্ম নিয়েছে, তাদের দেশপ্রেম নির্ণীত হবে কোন মানদন্ডের ভিত্তিতে ?????

-মেজর এম এ জলিল

মেজর জলিল রচনাবলী

(পৃষ্ঠা ৯৭)




বিচার বিভাগ নিয়ে মানুষের মূল্যায়ন চিত্র

১. "বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্থ" টিআইবির জরিপের তথ্য সমর্থন করেন কি ?

উত্তর: হ্যা ৯৬.৭৪ শতাংশ, না ৩.২৬ শতাংশ

(কালের কন্ঠ, ২৬.১২.২০১০)

২. "দুর্নীতির শীর্ষে এবার বিচার বিভাগ" টিআইবির এই রিপোর্ট কি সমর্থন করেন ?

উত্তর: হ্যা ৮২.৫৪ শতাংশ, না ১৭.৪৬ শতাংশ

(সমকাল, ২৬.১২.২০১০)

৩. "দুর্নীতির শীর্ষে বিচার বিভাগ" টিআইবির জরিপের এ তথ্য সঠিক বলে মনে করেন ?

উত্তর: হ্যা ৯০.০০ শতাংশ, না ৮.০০ শতাংশ

(ইত্তেফাক, ২৬.১২.২০১০)

৪. টিআইবির জরিপ বলছে বাংলাদেশের সেবাখাতে দুর্নীতির বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আপনি কি তা মনে করেন ?

উত্তর: হ্যা ৯২.৩৩ শতাংশ, না ৭.৩৬ শতাংশ

(আমাদের সময়, ২৬.১২.২০১০)

৫. আইন প্রতিমন্ত্রী বলেছেন, বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জরিপ নিয়ে চালিয়ে টিআইবি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতাকারীদের পক্ষ নিয়েছেন। তার এ বক্তব্য যৌক্তিক বলে মনে করেন কি ?

উত্তর: হ্যা ১১.৯৫ শতাংশ, না ৮৫.০৫ শতাংশ

(কালের কন্ঠ, ২৭.১২.২০১০)

৬. 'টিআইবি চেয়ারম্যান বলেছেন, দেশে আইনের শাসন নেই। চলছে অঘোষিত ফ্যাসিবাদ।' আপনি কি তার সঙ্গে একমত ?

উত্তর: হ্যা ৭১.৮৩ শতাংশ, না ৮.৫০ শতাংশ

(যুগান্তর, ৩০.১২.২০১০)

৭. 'আইনের শাসনের দুর্বলতার কারণে কেউ কোথাও বিচার পাচ্ছে না' অধ্যাপক মোজাফফর আহমেদের এই মন্তব্যের সঙ্গে আপনি একমত ?

উত্তর: হ্যা ৯২.৩৫শতাংশ, না ৭.৬৫ শতাংশ

(আমাদের সময়, ৩০.১২.২০১০)

৮. 'বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কম' সুজনের বৈঠকে বক্তাদের সঙ্গে আপনি কি একমত ?

উত্তর: হ্যা ৯২.৯২ শতাংশ, না ৬.৫৯ শতাংশ

(প্রথম আলো,৩০.১২.২০১০)

৯. 'দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্ট বিভ্রান্তিকর' আইনমন্ত্রী ব্যারিষ্টার শফীক আহমেদের এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত ?

উত্তর: হ্যা ৭.৫৯ শতাংশ, না ৯১.৮৮ শতাংশ

(আমাদের সময়, ২৮.১২.২০১০)

১০. বিচার বিভাগের উপর জরিপ প্রতিবেদন প্রকাশ করায় টিআইবি প্রধানের বিরুদ্ধে মামলা ও আদালতে তলব কি সমর্থন করেন ?

উত্তর: হ্যা ১.০৫ শতাংশ, না ৯৮.২৫ শতাংশ

(বাংলাদেশ প্রতিদিন, ২৮.১২.২০১০)

১১. টিআইবির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের কি সমর্থনযোগ্য ?

উত্তর: হ্যা ১২.২ শতাংশ, না ৮৬.১ শতাংশ

(মানবজমিন, ২৮.১২.২০১০)

১২. বিচার বিভাগের ব্যাপারে টিআইবির প্রতিবেদন সর্ম্পকে মন্ত্রীদের অভিযোগ যৌক্তিক বলে মনে করেন কি ?

উত্তর: হ্যা ১৪.৮১ শতাংশ, না ৮৩.৮২ শতাংশ

(প্রথম আলো ২৭.১২.২০১০)

১৩. 'দেশের সবচেয়ে বেশী সংখ্যক মানুষ বিচার বিভাগের দুর্নীতি ও হয়রানির শিকার' টিআইবির এ প্রতিবেদন সমর্থন করেন কি ?

উত্তর: হ্যা ৯৪.৭৪ শতাংশ, না ৪.৮৭ শতাংশ

(প্রথম আলো, ২৬.১২.২০১০)

১৪. দুদক চেয়ারম্যান বলেছেন, 'দেশে দুর্নীতির বাস্তব চিত্র টিআইবির রিপোর্টের চেয়েও ভয়াবহ।' আপনি কি তাই মনে করেন ?

উত্তর: হ্যা ৯২.১৪ শতাংশ, না ৭.৫১ শতাংশ

(যুগান্তর, ২৬.১২.২০১০)

১৫. আইন প্রতিমন্ত্রী বলেছেন, দুর্নীতি নিয়ে টিআইবির তথ্য ষড়যন্ত্রমূলক। আপিন কি একমত ?

উত্তর: হ্যা ১.২৪ শতাংশ, না ৯৮.২৯ শতাংশ

(বাংলাদেশ প্রতিদিন, ২৬.১২.২০১০)

১৬. আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচার বিভাগ নিয়ে টিআইবির প্রতিবেদন বিভ্রন্তিকর। আপনি কি একমত ?

উত্তর: হ্যা ১.৩৩ শতাংশ, না ৯৭.১৬ শতাংশ

(বাংলাদেশ প্রতিদিন, ২৭.১২.২০১০)

১৭. স্পীকার বলেছেন, আদালতের রায়ে যদি জনগণ ক্ষুদ্ধ হয়, তাহলে তারা একদিন আদালতকেও রুখে দাড়াতে পারে।

উত্তর: হ্যা ৯০.০৪ শতাংশ, না ৯.৭৫ শতাংশ

(যুগান্তর, ০১.০৬.২০১২)

১৮. 'বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকেরা নন' ব্যারিষ্টার রফিকুল হকের এ বক্তেব্যের সঙ্গে আপনি কি একমত ?

উত্তর: হ্যা ৯৩.১১ শতাংশ, না ৬.৩৮ শতাংশ

(প্রথম আলো, ১৩.০৬.২০১২)

বিচার বিভাগ নিয়ে অনাস্থার পরিধি থেকে সহজেই অনুমান করা যায়, রাজনৈতিক বিবেচনায় মানবতা বিরোধী অপরাধের যে বিচার করা হবে তাতে মানুষের কোন আস্থা থাকবে না।

সূত্র ___ বাংলাদেশে যুদ্ধাপরাধ : বহুমাত্রিক বিশ্লেষণ - ৪৩০

বিগত চার দলীয় জোট সরকারের দুই মন্ত্রী এখন যুদ্ধাপরাধের অভিযোগে আটক। কিন্তু বিগত সময়কালে তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। কাজেই মেজর জলিলের উক্তির মধ্যে দিয়ে আমি সম্মানিত পাঠকদের কাছ দেশপ্রেমীকের definition জানতে চায়। আর এই অন্যায়ের প্রতিবাদ করা কি ফরজ/সুন্নাত/ না কি....? আপনাদের সবার মতামত আশা করছি।

আর সবশেষ একটি কথা বলেই বিদায় নেব----

"স্বাধীনতা কি ঐক্যের না বিভক্তির?" যদি ঐক্যের হয়, তবে আসলেই কি আমরা তা পেরেছি?????

বিষয়: বিবিধ

২৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File