ইয়ার ওয়াং ডং
লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২৬ নভেম্বর, ২০১৩, ১১:২৭:৫২ রাত
পৃথিবীর ভেতর আরেক পৃথিবী! ভ্রু কুঁচকে গেল! সম্প্রতি চীনের চঙকিং প্রদেশে আবিষ্কার হয়েছে এমন এক গুহা যে গুহায় নিজের আলাদা আবহাওয়া ব্যাবস্থা রয়েছে খাল, বিল, পাহার, আকাশ যাতে রয়েছে মেঘ এবং কুয়াশাও।
গুহা অভিযাত্রী এবং ফটোগ্রাফার Robbie Shone ইয়ার ওয়াং ডং গুহা বিষয়ে বলেন, এর আগে এত বিস্তৃত কোন গুহা আবিষ্কার করা সম্ভব হয়নি, এ গুহা এত বিশাল যে এর উপরের অর্ধেক অংশ পুরোটাই কুয়াশা এবং মেঘে ঢাকা। এর আকাশের অংশ প্রায় আনুমানিক ৮২০ ফুট উঁচু হবে সেখানে উঠা এবং ছবি ধারণ করা অসাধারণ অ্যাডভেঞ্চার ছিল ক্লাইম্বারদের জন্য। এর ভেতরে থাকা পরিতেক্ত পানি পান যোগ্য নয় এটা পুরোটাই নোনতা স্বাদযুক্ত।
এবার চলুন ইয়ার ওয়াং ডং গুহার কিছু দুর্লভ ছবি দেখা যাক
চিত্র : এই ছবিটি তোলা হয়েছে গুহাতে প্রবেশের সময়। এখানেই দেখা যাচ্ছে কতোটা বিশাল এই গুহার ব্যাপ্তি।
চিত্র : দুই অভিযাত্রী Duncan Collis এবং Erin Lynch গুহার একটি অংশ দিয়ে হেটে আসছেন। জেনে রাখা ভালো গুহার এ অংশের মাটি সম্পূর্ণ লবণে ভরা।
ছবিতে দেখা যাচ্ছে এক গুহা অভিযাত্রী কিভাবে একটি চিকন রশি দিয়ে গুহা অভিমুখে যাত্রা করছেন ঠিক ভাবে খেয়াল করলে দেখবেন অনেক নিচে আরও একজন অভিযাত্রী একই রশিতে নিচে নামছেন।
চিত্র: গুহার কিছু কিছু অংশে পানির স্রোত এতোটাই তীব্র যা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, দেখুন এই অভিযাত্রীকে পানির স্রোত তাকে কিভাবে ভাসিয়ে নিয়ে যেতে চাচ্ছে!
এই ছবি দেখে অনেকের মনে হবে একি সাইন্স ফিক্সন ছবিতে দেখা মহাকাশের কোন জায়গা? না এটি গুহার একটি অংশ যেখানে গর্ত দিয়ে রশি ঝুলে নিচে নেমে যেতে হয়।
গুহায় জমে থাকা লবণাক্ত গভীর পানির মাঝে এক অভিযাত্রী অনুসন্ধানে ব্যস্ত।
বিস্তারিত জানতে click
বিষয়: বিবিধ
১৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন