ভাবতেই লজ্জা লাগে...আপনার লাগে কি???

লিখেছেন লিখেছেন টোকাই বাবু ১৯ জুলাই, ২০১৩, ০৫:৫৬:১৭ সকাল

আমরা কোন দেশে বসবাস করি???


ছোট বেলায় হিরক রাজার কাহিনী শুনতাম, বড় হয়ে ছবি দেখলাম। আর এখন মনে হয় আমরাও বোধ হয়..........

দেশটা কি কারো বাবার সম্পদ নাকি???



একটি দেশের প্রধানমন্ত্রী কি করে হুমকি দেয় অথচ সে ভুলে গেছে সে আমদের টাকায় খায়। দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র চলছে। ক্ষমতায় আসার পর ২০০৯ সালে বি.ডি.আর বিদ্রোহের আমাদের দেশপ্রেমিক চৈাকস সেনা অফিসারদের হত্যা,ঘুম, এমনকি লাশ পুরিয়ে ফেলা। বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতা-কর্মীদের ঘুম,হত্যা। ২৮ফেব্রুয়ারী'১৩ একদিনে শত শত মেধাবীদের হত্যা। ৫মে রাতের আধারে আলেম ও কুরআন প্রেমী মানুষদেরকে নির্বিচারে গুলি করে গনহত্যা করে আবার গলাবাজী। হলমার্ক কেলেংকারী, পদ্ধাসেতু দুর্নিতী, শেয়ার বাজার, নিমতলী, রানা প্লাজার মতো আরো অসংখ্য....তারপরও গলাবাজী থামে না।

মাত্র কয়েকদিন আগেই তিনি এদেশের জনগণকে নিয়ে মস্কারা করলেন। তারা নাকি দেশপ্রেমিক চেনে না আর তাই তিনিও সাফ বলে দিলেন রমযানের পর বিদ্যুত বন্ধ করে দেবেন। আরে ওইটা কি কারো বাবার টাকায় চলে। আমার ভোট আমি দেবো যাকে থুশি তাকে দিবো। উনি কে আমার অধিকার নিয়ে কখা বলার??? Who is she??? এখন আবার সরাসরি বিসিএস পরীর্ক্ষীদের উপর চটেছেন আর চটবেননি না বেন কেন, [u]এত্ত বড় সাহস শান্তিবেগমের উপর কথা!!!!![/u]

এতো কোটা কেন??? আর কতো??? সবিতো খেয়ে ফেললেন, নূন্যতম বলতে তো একটা কথা আছে???

২৮ থেকে ২৮।।।

মাঝখানে আবার ২৫।।।

শেষ না হতেই গুরে এলো আবার ৫....

জানিনা এরপর আছে কি আর কতো?????


২৮শেই যদি আমরা শক্ত হয়ে প্রতিবাদ করতে পারতাম তবে হয়ত ২৫কিংবা২৮ আর ৫ কোনটাই আমাদের কপাল নিয়ে খেলবার সাহস পেত না। আমার আবেগ, ভালোবাসা আর প্রেম ও যোগ্যতা নিয়ে কথা বলার সাহস কেউ পেত না।

Click this link

হুমকি দিলেন মেধাবীদের... এ হুমকি কি শুধু ছাত্রসমাজের নাকি এ হুমকি দেশের ১৬কোটি মানুষকে???

Click this link

এখন সময় ভেবে দেখার, সিদ্ধান্ত নেবার...

Click this link

নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন-
ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল।


যে কোন পরিবর্তনেই যুব সমাজের প্রয়োজন। এদের ছাড়া কখনোই কিছু সম্ভব হয় নি, হবেও না।
এখনও সময় আছে। হে যুবক!!! হ্যা তোমাকেই বলছি, ভেবে দেখ কি করবে???


সর্বগ্রাস করে ফেলার আগেই............

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File