হাসির পাত্র আর কতগুলো সস্তা জীবন

লিখেছেন লিখেছেন টোকাই বাবু ২৫ এপ্রিল, ২০১৩, ০১:১১:০৪ রাত

Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone

তোরা কাউকে বলিস নে!!!!!

আমি কিন্তু হ্যা......

আমার দেশের এই খেটে খাওয়া মানুষের কি কোনো দাম নেই। নাকি এরা সস্তা...আর বড্ড লোকের রাত্রির কাবাব। কেন আমার মা-বোন আর ভাইদের এ অবস্থা???



কেন তারা আজ ধুকে ধুকে অন্ধকারে মারা যাচ্ছে?

জীবন রক্ষার এ ব্যাকুলতা

ওহ আমাকে যেন মৃত্যুর কথা স্ণরণ করিয়ে দেয়।

কেন এ হত্যা....

উদ্ধার কাজে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনতা





দুপুরে ইনডিপেন্ডেন্ড টেলিভিশন দেখার সময় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নি। দেখেছি টিভি রিপোর্টারের কান্না। কোথায় আমার মুক্তিযুদ্ধের চেতনা??? যে চেতনা আমাকে লোভী করে, আমাকে অন্ধ করে, যে চেতনার কাছে প্রাণের কোন মূল্য নেই, যে চেতনায় আছে শুধু স্বার্থপরতা, যে চেতনা আমার দেশের কারীগরদের মূল্যায়ন করতে জানে না আমি সে চেতনা লালন করতে চাই না।

আমি চাই আমার অধিকার। আমার অধিকার আমায় দাও আর তা না হলে চলে যাও এদেশ থেকে, এ পবিত্র মাটি থেকে।

যুবলীগ নেতা.... Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone



আমার দেশের প্রধানমন্ত্রী...ছি.ছি.ছি লজ্জা লাগে। এটাই আ’লী

http://www.rtnn.net//newsdetail/detail/1/3/62736#.UXggfkrThuY

আরে মখা এদেশের ১৬ কোটি মানুষকে নিয়ে তামাশা করে।

আর এখনো এ বাঙ্গালী চুপ করে বসে থাকে। আমার শরীরে কখনো কখনো আগুন লেগে যায়। আরে এরা তো ভাদানিক । কি করে এরা এখনো আমার এ সোনার দেশে রয়েছে???

http://www.bbc.co.uk/bengali/multimedia/2013/04/130424_saalamgir.shtml

আর কতো???



http://www.bbc.co.uk/bengali/news/2013/04/130424_sacollapsecontroversy.shtml

http://www.dailynayadiganta.com/?p=170812

আমি এই ব্লগের সমস্ত ব্লগারদের আহ্ববান জানাচ্ছি- এই হত্যাকান্ডের বিচারের দাবী তোলার আর একই সাথে সম্মানীয় সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে নীহতদের আত্বার মাগফিরাত কামনা করে একটি পোষ্ট দেয়া হয় আর শোক দিবসে অংশগ্রহণ করে। প্রিয় ভাই ও বোনেরা অনুগ্রহপূর্বক এতে অংশগ্রহন করুন। দোষীদের দ্রুত শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরন দিন।

কিন্তু এত কিছুর পরও কি আ’লীগ পারবে এই শয়তান যুবলীগের বিচার করতে??? পারবে কি এতগুলো পরিবারের অভিশাপ থেকে নিজেকে, এ দেশ কে মুক্ত করতে???

বিষয়: বিবিধ

১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File