মেঘের জন্য শুভ নববর্ষ

লিখেছেন লিখেছেন টোকাই বাবু ১৩ এপ্রিল, ২০১৩, ১০:০৪:২৯ রাত

বছরের পর বছর যায়, নতুন বছর আসে কিন্তু পেছনে কিছু সৃত্বি যেন সবসময় বিবেকে বাধা দেয়। ৮-১০ হাজার টাকা দিয়ে এক পিস ইলিশ ক্রয় করে একদিন পান্তা-ইলিশ খাওয়া।

এটি কি আসলে সংস্কৃতি নাকি গরীব-অসহায়দের তীরষ্কার করা। আমি সে বিতর্ক এ যাব না শুধু বলব-এ দেশের অসহায়, গরীব আর পথ শিশুদের নিয়ে একটু চিন্তা করতে। তাদেরতে একটু ভালবাসতে......









আমরা নববর্ষ বরণ করি কিন্তু অনেকে জানি না এর সাল,তারিখ আর মাসের নামকরণ সম্পর্ক-এ। যা হোক অনেকক্ষন বকরবকর করলাম আসুন এবার জেনে নিই বারো মাসের নামকরণসহ কিছু তথ্য...



ছবিতে মেঘ..



সবশেষে সবকিছুই যেন শূন্য...গন্তব্য....

তৃষ্ণা

—হেলাল হাফিজ

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়

কোনো প্রাপ্তি দেয় না পূর্ণ তৃপ্তি

সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে

গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।

আমার তো ছিলো কিছু না কিছু

যে প্রাপ্য;

আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি

অথচ এ পোড়া কপালের ক্যানভাসে

আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য।

তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে

অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে,

অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে

যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।



বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File