দানবীরের অভাব

লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৩:৪৯ রাত

পল্টন মসজিদের পাশে রোরখা পরে এক বৃদ্ধা ভিক্ষা করছিল,মুখ ছিল সম্পূর্ণ ঢাকা,পৌড়তার কারণে থর থর করে কাঁপছিল আর সাহায্য চাচ্ছিল,তাকে দেখে আমার কলিজা মোচড় দিয়ে উঠলো,কষ্টে হাউমাউ করে কাঁদতে ইচ্ঠে হচ্ছিল,সাধ্য মত কিছু দেওয়ার চেষ্টা করলাম।

স্বভাবগত ভাবেই পর্দানশীনদের দেখলে বিশেষ করে খাছ পর্দাকারিণীদের দেখলে আমার তাদেরকে খুব শ্রদ্ধা করতে ইচ্ছে হয়,নিজের মায়ের মত মত করে সম্মান করতে খুব মনে চায়।কোন কারণে যদি তাদেরকে কেউ অসম্মান করে অথবা তারা কষ্টে পতিত হয় আর এদৃশ্য যদি আমার দৃষ্টি গোচর হয় তখন আমার সব লন্ডভন্ড হয়ে যায় সব কিছু বিসর্জন দিয়ে হলেও তাকে সম্মানের স্থানে পৌছে দিতে ব্যাকুল হয়ে যায়।

পৃথিবীর যে সব পর্দানিশী নারীরা বিপদে বা কষ্টে আছে আল্লাহর কাছে মিনতি করে ফরিয়াদ করছি পর্দা করার বদৌলতে তাদের দুরাবস্থা দূর করে অসীম সম্মান আর মর্যাদা দান কর।

★★★ নাঈমুল হক★★★

বিষয়: বিবিধ

১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File