একজন konna

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১৯ জুলাই, ২০১৩, ১০:০৮:১৬ সকাল

গ্রাম এলাকায় যখন বড় কোন গাড়ি ঘোড়া বা এ জাতীয় কিছু প্রবেশ করে তখন খ্যাপা কুকুর গুলো শুঁকতে শুঁকতে তার কাছে যাওয়ার চেষ্টা করে,যখন বোঝে এর কাছে ঘেষা সম্ভব না তখন সে চিৎকার করে ঘেঁউ ঘেঁউ করে তার পেছনে দৌড়াতে থাকে।আমাদের জাতীর কন্যার অবস্থাও তাই হয়েছে,দেশের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন,প্রকৃত দেশ প্রেমিক ও জনপ্রিয়তায় ইতিহাসকে হতবাক করে দেওয়া সফল রাহবারে মুসলিম হযরতুল আল্লাম আহমদ শফী সাহেব দাঃবাঃ যখন এই সেকুলার সরকারের বিরুদ্ধে হুংকার ছেড়ে আন্দোলন শুরু করলো তখন জাতির কন্যা ভয়ে হতবিহল হয়ে এ অপ্রতিরোদ্ধ জোয়ারকে থামানোর জন্য কুকুরের পদ্ধতিতে ব্যর্থ চেষ্টা করতে শুরু করে,প্রথমে কোটি কোটি টাকার লোভ দেখায় তাতে কাজ না হওয়ায় ৫০টি আসনের প্রলভোন দেখায় এইভাবে একের পরে এক লোভাতুর অফার উপস্থাপন করে আর আমাদের দুনিয়া বিমুখ নেতা সব গুলোকে অকপটে প্রত্যাখ্যান করে।সব শেষে কুত্তার সিলেবাস অনুযায়ী ঘেঁউ ঘেঁউ শুরু করে,তেতুল সমাচার সহ আরো বিভিন্ন ইস্যুকে বিতর্কিতভাবে উপস্থাপন করে জনগনকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে কিন্তু তাতে হিতে বিপরীদ হচ্ছে।সুতরাং জাতির বেটিকে সোহাগ করে বলছি গলায় যত জোর আছে ঘেঁউ ঘেঁউ করতে থাক যখন মোটা ডান্ডা নিয়ে কেউ তাবড়িয়ে ধরে পেদানি শুরু করবে তখন তোমার বাড়াবাড়ি নিমিশেয় নিস্তেজ হয়ে যাবে।

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File