বেশ্যাদের নয়া কৌশল
লিখেছেন লিখেছেন নাইমুল হক ১৫ জুলাই, ২০১৩, ০২:৪৩:১৪ রাত
আমার মোবাইলে রবি সিমে একটা মেসেজ এসছে তাতে একটা নাম্বার দিয়ে বলা হয়েছে জয়া আহসানের সাথে কথা বলতে অথবা তার সাথে ইফতারি করতে চাইলে এই নাম্বার ডায়াল করুণ।আমি মনে করলাম জয়া আহসান হয়তো কোন পীর বুজুর্গের নাম হবে হয়তো যার সাথে ইফতারি করলে হয়তো বহুত ফায়দা হবে,কিন্তু তথ্য নিয়ে জানলাম উনি চলচ্চিত্রের নাম করা বেশ্যা,রমজানে কোন খর্দের না পাওয়ায় এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন।আর সিম কোম্পানিও ভাবলো আসলেইতো এটা টাকা কামানোর সুবর্ণ সুযোগ,তেতুলের মত নারীকে যদি জনগনের সামনে ধরা হয় তাহলে জনগন খাওয়ার জন্য হামলে পড়বে তার উসিলায় আমাদেরও পকেট ভারি হবে।আর আমাদের দেশের মুসলমানেরাও আবাল মার্কা,যে কারণে তাদের অধিকাংশই রোজা রাখা সানে শুধু না খেয়ে উপোস থাকায় বোঝে পাপ থেকে বিরত থাকার কোন মানসিকতাও হয়না।বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তায়ালা এসব নায়িকা রুপের বেশ্যাদের কবল থেকে রক্ষা করুক।
বিষয়: বিবিধ
২৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন