ছাগলের ১৬ নাম্বার বাচ্চা

লিখেছেন লিখেছেন নাইমুল হক ২৬ জুন, ২০১৩, ১০:৫৯:৫৭ রাত

ডঃ তুহিন মালিক তার স্ট্যাটাসে লিখেছেন যারা ডঃ ইউনুচকে সম্মান করেনা তারা দেশকে সম্মান করতে জানেনা।স্ট্যাটাসটি পড়ে তার বুদ্ধির পরিধি বুঝতে মোটেও ভোগান্তি হয়নি।আমার এক বড় ভাই সেখানে কমেন্টে লিখেছেন আপনি ছাগলর ১৬ নম্বর বাচ্চা,মাথাই বুদ্ধি বলতে কিছুই নেই।ডঃ ইউনুচ কেন শান্তিতে নোবেল পেল?তার বহনকৃত পদ্ধতিতে গ্রামীণ সমিতির মাধ্যমে হাজার হাজার গরীব দুঃখী মেহনতি মানুষের অভাবের দুর্বলতাকে কাজে লাগিয়ে অসম্ভব লোণ প্রদান করে লোণ শোধ করতে না পারে দায়ে একমাত্র সম্বল ভিটে বাড়ি টুকু ছিনায়ে নিয়েছে,গরীব মানুষ গুলো আরো গরীব হয়েছে।আর ধনীদেরকে লোণ প্রদান করে তাদেরকে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করেছে।অতএব ডঃ ইউনুচের মাধ্যমে দরিদ্ররা আরো দরিদ্র হয়ছে।বিদেশে ইউনুচকে যখন সম্মাননা দেওয়া হয় তখন আমারা ভাবি আহ এই মানুষটা বিশ্বের দরবারে আমাদের মাথাটা উচু করে দিল!আর তখন খৃষ্টানেরা মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের ঈমান ধংসের পরিকল্পনায় সফলতার হাসি হাসে।ডঃ ইউনুচ ইসলাম এবং দেশের চরম শক্রু,দেশের নাগরিকতার থেকে ওর নাম কেটে দেওয়া উচিত।কোন বুদ্ধিমান ও দেশ প্রেমীক কখনোই ডঃ ইউনুচকে ভাল বলতে পারেনা।দেশের কোন আলেম তার পক্ষ নেয়নি বরং জাতীয় সূদী মহাজন খেতাব দিয়েছেন।কিন্তু বালদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়ছিল,অবশ্যই তাদের উচিত হবে এব্যাপারে ভুল স্বীকার করে ইসলাম প্রিয় জনতা আস্থা বৃদ্ধি করা।

***নাঈমুল হক***

বিষয়: বিবিধ

১৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File