''এডাম টিজিং''
লিখেছেন লিখেছেন নাইমুল হক ১৯ মে, ২০১৩, ১১:১১:৪২ রাত
গতকাল খুলনা গিয়েছিলাম একটা বিবাহ-শাদী সংক্রান্ত
ব্যাপারে,কাজ শেষ করে ফেরার পথে শিশু পার্ক এলাকা-লায় একটা রোড দিয়ে রিকসা যোগে আসছিলাম সাথে আমার বেষ্ট ফ্রেন্ড মামুন ছিল।রাস্তার দুই পাশ দিয়ে উঁচু উঁচু বিল্ডিং।হটাত আমার গায়ে কি যেন পড়ল,দেখি সেটা সদ্য কারো মুখ থেকে মুক্তি পাওয়া একটা জামের আটি,আমিতো অবাক একাজটা করলকে?এদিক ওদিক তাকাতে লাগলাম,বামে তাকিয়ে দেখি দোতলার ছাদে দাড়িয়ে ছোট্ট একটি মেয়ে,তার পেছনে নিজেকে আড়াল করার বার্থ চেষ্টা করছে ওর থেকে বড় আরেক ডায়নি আর নির্লজ্জের মত হা করে তাকিয়ে মিটিমিটি হাসছে,বুঝতে বাকি নেই দুঃসাহসী কাজটা উনিই করেছেন।এদিকে আমার পাশে বসা জনাবটি অট্টহাসিতে লিপ্ত হয়ে আমাকে খেপাতে লাগল।ততক্ষণে রিকশা আমাদেরকে নিয়ে অনেক দুরে চলে গেছে,কিন্তু আমি ভাবছি অন্য কিছু,আমার মাথাই পাগড়ি মুখে দাড়ি তার পরেও উত্যক্ততা থেকে রেহায় পায়নি তাও আবার নারী কর্তৃক ছেলেকে যাকে বলে এডাম টিজিং।মেয়েরা এতটা পাকনা হচ্ছে কিসের কল্যাণে,কেন এত বেহায়া হয়ে যাচ্ছে আমাদের বোনেরা?কেন সমাজের এত অধপন?
***নাঈমুল হক***
বিষয়: বিবিধ
১৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন