মানুষের স্বৃতিপটে কিছু আকৃতি আছে যে গুলো শ্রদ্ধা,সম্মান ছাড়া কল্পনাও করা যায়না
লিখেছেন লিখেছেন নাইমুল হক ১০ মে, ২০১৩, ১২:২০:৩৮ রাত
আল্লামা জুনাঈদ বাবুনগরী সাহেব দাঃবাঃ।এই মানুষটি আমার রক্তের সম্পর্কের কোন আত্নীয় নয়,উস্তাদও নয়,খুব কাছের কেউ নয়,কোনদিন তাকে দেখিও নায় কিন্তু যেদিন মিডিয়ার মাধ্যমে ওনার ছবি দেখেছি সেদিন থেকেই আমার কেন জানি তাঁকে খুব শ্রদ্ধা করতে মন চাচ্ছে,মানুষের স্বৃতিপটে কিছু আকৃতি আছে যে গুলো শ্রদ্ধা,সম্মান ছাড়া কল্পনাও করা যায়না।এই মানুষটি আমার কাছে তেমন।কেন তাকে এত সম্মান করতে মন চায় জানিনা,ভাবছি কোনদিন দেখা হলে খুব সম্মান করে মনটা হালকা করব।কাল রাতে যখন এই ছবিটি দেখি তখন আর নিজেকে কন্ট্রোল করে পারলামনা হাউমাউ করে কান্না এসে গেল,কষ্টে বুক ফেটে যেতে লাগল।যেই মানুষটা সারা জীবন হাজার হাজার ছাত্রের সামনে হাদীছের দরস দিয়ে এসেছেন,ইসলামের প্রয়োজনে গত দুই মাস যাবত বিরতিহীনভাবে দেশের এপ্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন।আজকে জালেম সরকার এই মহান ব্যাক্তিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে।আল্লাহ তায়ালা যেন হযরতকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সেখানে তাঁকে গায়েবী নুসরত দান করেন এবং দ্রুত তাঁর মুক্তির ব্যাবস্থা করে জালেম সরকারের পরাজয় দান করেন।
***নাঈমুল হক***
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন