অভিমান

লিখেছেন লিখেছেন নাইমুল হক ০৫ মে, ২০১৩, ১১:৩৩:২২ রাত

স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে,আমার কেন জানি তাদের উপরে অনেক অভিমান হচ্ছ।এ জন্যই কি তারা দেশটাকে স্বাধীন করেছিল,যেখানে সম্মানিতরা সম্মান পায়না,পাগল ছাগল দিয়ে মন্ত্রণালয় চালানো হয়,ইসলামকে ভালবাসার কারণে সহ্য করতে হয় চরম অপমান,বিলিয়ে দিতে হয় জীবন,হারাতে হয় ঈমানী চেতনায় উজ্জীবিত মুজাহিদকে।ধিক্কার জানাই সরকারকে ঘৃণা করি এই নাস্তিকতাকে।পাকিস্তানিদের হাতে দেশটা থাকলে আর যাইহোক ইসলামের অবমাননা এবং মুসলমানদেরকে পাখির মত গুলি করা হতনা,যদিও আমার এই কথায় অনেকেই না বুঝে বলবেন রাজাকার।

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File