দেশে গজব চলছে
লিখেছেন লিখেছেন নাইমুল হক ২৪ এপ্রিল, ২০১৩, ০৬:৩৭:৩২ সন্ধ্যা
গত রাতে ঘুম না হওয়ায় দুপুর পর্যন্ত ঘুমিয়ে ছিলাম,দুপুরে ফেজ-বুক ওপেন করেই হতবাক হয়ে গেলাম,সাভারে রানা প্লাজা ধসে চার শত বা ততোধিক আহত আর প্রায় নব্বই জন নিহত।ভাবছি আমাদের কবে হুশ হবে,দেশে একের পর এক বড় বড় গজব আসতেই আছে মানুষ মরতেই আছে তার পরেও রাষ্ট্রের অভিবাদকদের কোন মাথা ব্যথা নেই।সাভারে রানা প্লাজাই বিপদ গ্রস্থদের সহযোগীতার জন্য বি এন পি হরতাল প্রত্যাহার করেছে,জামাত শিবির নেতা কর্মীদেরকে ঘটনা স্থলে গিয়ে সহযোগীতা করতে নির্দেশ দিয়েছে,ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতী সৈয়দ ফয়জুল করীম নেতা কর্মীদের নিয়ে নিজে ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন এবং সব নেতা কর্মীকে স্বতস্পুর্তভাবে উদ্ধার কাজে অংশ নিতে নির্দেশ প্রদান করেছেন,হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমাদ শফী সাহেব দাঃবাঃ শোক প্রকাশ করেছেন এবং সাভার ও পার্শ্ববর্তী এলাকার হেফাজতের কর্মীরা ও কওমি মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছায় রক্ত প্রদান করছে এবং উদ্ধার কাজে সব রকম সহযোগিতা করছে সবাই মোটামুটিভাবে জনগণের দুরাবস্থার সময়ে এগিয়ে এসেছে কিন্তু আমাদের জাতির পিতার কর্মীরা কোথায়?জনগণের বন্ধুরা কোথায়?তারা সেখানে উপস্থিত আছে কাজ ও করছে কিন্তু তা ক্ষতিগ্রস্তদের বিপক্ষে,বেয়াদপ স্বার্থপর ঘর-মালিক ও সাভার পৌর যুবলীগের আহবায়ককে গোপনে তারা সরিয়ে দিয়েছে,আহত ও নিহতের প্রকৃত সংখ্যা যেন গোপন থকে এজন্য সাংবাদিকদেরকে প্রবেশ করতে বাধা প্রদান করছে,প্রয়োজনে মারামারি করছে এই হল রানা ভবনে বিপদ গ্রস্থদের প্রতি আওয়ামীলীগের সহযোগিতা।থাবা বাবা মরলে প্রধন মন্ত্রী তার বাড়িতে যেতে পারে কিন্তু শতাধিক মানুষ মরলে সেখানে যাওয়ার সাহস হয়না,একজন ব্যাক্তি জিল্লুর রহমান মরলে চার পাঁচ দিন দেশটাকে শোক দিবসের নামে অচল করে রাখা হয় কিন্তু শতাধিক সাধারণ মানুষতো আর তার মত গুরুত্ব পূর্ণ ব্যাক্তি নয় সে জন্য অনুদানের ঘোষনা আর সাময়িক কর্মসুচী দিয়েই দায়ীত্ব শেষ।আরেকটা মজার ঘটনা হয়েছে তা হল মখা চৌধুরী বিশাল অনুদানের বুলি ছেড়েছেন পূর্বের অভিজ্ঞতায় বলে ওটা শুধু বুলিই থাকবে কোন দিনই তার বাস্তবায়ন হবেনা।পরিশেষে এই কথাই বলবো এই সরকার আমাদের জাতির জন্য চরম অভিশাপ স্বরূপ হয়ে গেছে আমাদের দেশকে অনিশ্চিত ভয়াবহ ক্ষতির হাত থেকে বাচাতে এই নাস্তিক বেইমান সরকারকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামানোর বিকল্প নেই।
***নাঈমুল হক***
বিষয়: রাজনীতি
১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন