আমার ভয়

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১৯ এপ্রিল, ২০১৩, ১১:২১:৩১ রাত

যে রাতে সিডর হয়েছিল তখনকার কথা আমার এখনো অনুভূত হয়।ঘরে একাই ছিলাম বাহিরে চলছিল প্রচণ্ড ঝড় আর মাঝারি বৃষ্টি,বার বার ঘরের দরজা জানালা বাতাসে বাড়ি খেয়ে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল,কেমন একটা ভয় ভয় করছিল,তখন আর কিছুই বুঝিনি,কিন্তু সকালে জানতে পারি গত রাতে আমাদের বাড়ি থেকে ষাট কিলোমিটার দূরে খুলনা উপকূল অঞ্চলে ঘটে গেল এক নির্দয় ইতিহাস,শত শত বাড়ি ঘর তুফানের সাথে মিশে গেছে,হাজার হাজার গরীব দুঃখী মানুষ তাদের শেষ সম্বল ভিটা বাড়িটুকু হারিয়ে বাকরুদ্ধ হয়েছিল।আজকেও ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে,আজকে আমার সেই কালো রাতের কথা মনে পড়ছে আর খুব ভয় হচ্ছে।রমনা মূল আর ফান্টাসিকিংডমে কপোত কপোতীরা যেভাবে ল্যাংটা আর বিশ্রীভাবে বৈশাখকে জোর করে ডেকে নিয়ে এসেছে তাতে মনে হচ্ছে বৈশাখ কাল বৈশাখী ঝড় হয়ে তাদের আহবানে সাড়া দিবে।আর দেশের যা অবস্থা আল্লাহ,রাসুল,কোরআন,হাদিস,ইসলাম,মুসলমান সবই জামানার সবচেয়ে অপদস্থময় সময় অতিক্রম করছে,এ অবস্থায় যে কোন মুহূর্তে ভয়ংকর কোন গজব আসতে পারে বলে আমার মনে হচ্ছে।আমি মজলুম অসহায় মুসলমানদের পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ আমরা দুর্বল,অপরাধী,আসামী তুমি আমাদের ক্ষমা করে দাও,আমরা এতো মুসলমান থাকতে তোমার হাবীবকে গালি দেওয়া হয়েছে তোমার কোরআনকে মধ্যযুগী বলে অপমান করা হয়েছে আমরা প্রতিবাদ করতে পারিনি,ওদের টুটি টেনে ছিঁড়ে কুত্তা-দিয়ে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু পারিনি,ও আল্লাহ...তাই বলে তুমি আমাদের উপর ঝড় বৃষ্টি দিয়ে গজব দিয়ো-না,আমাদেরকে ধংস করে দিওনা আমাদেরকে মাফ করে দাও।

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File