ডায়নী শাসক
লিখেছেন লিখেছেন নাইমুল হক ১২ এপ্রিল, ২০১৩, ০৫:৫৩:২৯ বিকাল
ইতিহাসের সব চেয়ে জঘন্য সময় অতিক্রম করছে বাংলাদেশ,৭১ এর চেয়েও বেশী,কেননা তখন আমরা শোষিত ছিলাম ভিন দেশী জালেম কর্তৃক আর এখন ঘরের মধ্যেই আমরা ইতিহাস খ্যাত জঘন্য শাসকের রোষানলে নিপীড়িত জাতি।সত্য কথা যদি সরকার বিরোধী হয় আর তা যদি কলমে অথবা জন সম্মুখে কেউ বলে তাহলে তার জীবনের নিরাপত্তা শেষ,জালিম শাসকের পা চাটা গোয়েন্দারা তাকে ফলো করতে থাকে এবং এক পর্যায়ে তাকে স্তব্ধ করে দেওয়া হয়,গণতন্ত্রের মানস কন্যাকে জিজ্ঞাসা করি এটাই কি গণতন্ত্র এই গনতন্ত্রের জন্যেই কি এতো গলাবাজি?ইতিহাসে যত জালিম শাসকের বর্ণনা পাওয়া যায় তাদের মধ্য থেকে এত বড় নারী জালেমের কথা অমরা কোথও পাইনি।৭১ সালে যুদ্ধ করে যদি কেউ মুক্তি যোদ্ধা হিসাবে সাড়ে তিন যুগ পরেও গর্ব করে এবং সাধারণের তুলনায় বেশী সুবিধা ভোগ করে তবে যারা কৌশলে এদেশের সহজ সরল মানুষকে নাস্তিকতার ঘোল খাইয়ে ইন্টার ন্যাশনাল সন্ত্রাসীদের মাধ্যমে ক্ষমতা পুনরাই দখলের জন্য যারা প্রকৃত দেশ প্রেমিকদেরকে পিষে ফেলছে,নিজেদের হীন স্বার্থ হাসিল করতে প্রশাসন ও নিজের পোষা তথাকথিত সোনার ছেলেদেরকে অবৈধ অস্ত্র দিয়ে শক্তি যোগায়ে শত শত নিরীহ নাগরিকদেরকে নৃশংস ভাবে প্রতি নিয়ত হত্যা করছে এই জানোয়ারদেরকে যারা জীবন বাজি রেখে প্রতিহত করছে এবং করবে তাদের চৌদ্দ পুরুষকে বীর খেতাব দেওয়া উচিৎ,মুক্তি যোদ্ধারা সরকার কর্তৃক এবং ভারত প্রদত্ত সমরাঞ্জাম পেয়েছিল কিন্তু এই সাহসী বীরেরা কিছুই পাচ্ছেনা সুতরাং ইতিহাসের কলঙ্কময় অধ্যায় দখলকারী-ণী ডায়নী শাসকের প্রতিহত কারী বীর বাঙ্গালীরাই প্রকৃত দেশ প্রেমিক বিশ্বসেরা বীর।পরিশেষে চাটুকারদের বলছি এখনো সময় আছে ফিরে এসো নতুবা এদিন চলে গেলে এমটিতে তোমাদের দাফনের জায়গাও হবেনা।
বিষয়: রাজনীতি
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন