মাতাল মন্ত্রী

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১০ এপ্রিল, ২০১৩, ০৯:৪৮:৩৮ রাত

মখা নাকি বলেছে মাদ্রাসার ছাত্রীরা শিক্ষকদের কাছে যৌন নিপীড়নের স্বীকার হচ্ছে,আমি তাকে জিজ্ঞাসা করতে চাই ও চাচা মিয়া,তাহলে পরিমল জয়ধর লুচ্চা কোন মাদ্রাসার শিক্ষক?নাকি ভিখারুন্নেছা নুন স্কুলকে এখন ডিজিটাল মহিলা মাদ্রসাতে রূপান্তর করেছেন?এই গুলোরে যে কেনো মন্ত্রিত্ব দেয় আমার বুঝে আসেনা,একটা পাগলেও বিশ্বাস করে যে,দেশে পরিপূর্ণ পিতৃ স্নেহ দিয়ে যে সব বিদ্যালয়ে টিচিং দেওয়া হয় তাহলো মাদ্রাসা শিক্ষা,নুন্যতম আদব কায়দা যদি শিক্ষার্থীরা পায় তা মাদ্রাসা থেকেই পায়।দেশটা রসাতলে যাচ্ছে সে দিকে খেয়াল না দিয়ে শান্তশিষ্ট ভাবে পরিচালিত মহিলা মাদ্রাসার নামে কলঙ্ক লেপন করার মত মাতলামি শুরু করেছে এই মাতাল।গ্রাম এলাকায় এক শ্রেণীর লোক আছে যারা বাচাল,কাজ কাম ফেলে চায়ের দোকানে বা রাস্তার মোড়ে বসে নিরীহ মানুষকে জালাতন করতে পছন্দ করে,এলাকায় কেউ ভাল আয় রোজগার করলে বা ভাল লেখা পড়া করলে বা কারোঘরে মেয়ে থাকলে কিভাবে এদেরকে মানুষের কাছে পচানো যায় বা এদের সম্বন্ধে কুৎসা রচনা করা যায় সেই ধান্দাই থাকে,ভাল মন্দ কোন শ্রেণীর লোকই এদের সম্মান করেনা বরং কাছে আসলে কৌশলে দূরে চলে যায় তার যন্ত্রণা থেকে বাচার জন্য,আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে ঠিক এই রকম থাড় ক্লাস মার্কা একটা মানব মনে হচ্ছে,রাষ্ট্রের জনগণ যে বিষয়ের সমাধান চাচ্ছে,যে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করছে সে দিকে কোন ভ্রুক্ষেপই নাই,যতসব অপ্রসাঙ্গিক,অবান্তর ও অবাস্তব বিষয় নিয়ে সদা ব্যস্ত থাকে।এই সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে বরাবরই বাজে লোক ছাড়া কাউকে খুঁজে পায়না।পরিশেষে মাননীয় মন্ত্রীকে বলছি ক্ষণস্থায়ী গদি পেয়ে যা ইচ্ছা তাই বলছেন,কিন্তু মনে রাখবেন মহিলা মাদ্রাসা গুলো একটা সুন্দর জাতি ও সৎ চরিত্রবান মা গড়ার কারখানা,আপনি যে সমস্যার অজুহাত দেখিয়ে মাদ্রাসা শিক্ষাকে কলঙ্কিত করতে চাচ্ছেন সেটা সম্ভব নয়,পাপের সীমা ছাড়িয়ে যাবেন না,বরদাশত করবেনা দেশের ১৬কোটি মানুষ।

***নাঈমুল হক***

বিষয়: রাজনীতি

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File