বন্ধু

লিখেছেন লিখেছেন সিকদারর ২৫ জুন, ২০১৫, ১১:০০:৫৪ রাত



বন্ধু মানে যখন দেখা তখন অনেক আলাপন,

বন্ধু মানে দুষ্টুমি আর খুনসুটির অনেক জ্বালাতন।

বন্ধু মানে ভাদর কালের এই রোদ এই মেঘ ,

বন্ধু মানে পাহাড়ি বন্যার বাধ ভাংগা আবেগ।

বন্ধু মানে শরৎ সমীরণে নৃত্যরত সফেদ কাশ বন ,

বন্ধু মানে মনের আগল খুলে দেওয়ার কঠিন আপনজন।

বন্ধু মানে এক কাপ চায়ের আধেক ভাগাভাগি ,

বন্ধু মানে রিক্সা ভাড়া নিয়ে অনেক রাগারাগী ।

বন্ধু মানে দুঃখ-সুখের আগল খোলা অনেক যাতনায়,

বন্ধু মানে অনেক ব্যাথা না দেখার বেদনায় ।

বন্ধু মানে হৃদয় ছোয়া শীতের সুর্যমুখি,

বন্ধু মানে যাই না যেথায় হবেই ঠুকাঠুকি ।

বন্ধু মানে বর্ষা গাং এ ছলাৎ ছলাৎ ঢেউ সর্বনাশা,

বন্ধু মানে হাতছানি দেওয়া জোৎস্না রাতে হারিয়ে যাওয়ার নেশা ।

বন্ধু মানে শরৎ কালে আকাশ ছাওয়া সাদা মেঘের সার,

বন্ধু মানে হিজল ফুলে ছেয়ে যাওয়া ভোরের পুকুর পার।

বন্ধু মানে শেষ বয়সে বাল্য আলাপন,

বন্ধু মানে ফেলে আসা স্মৃতির পরম আপন জন।

বন্ধু মানে তোর বিরহে যায় না একা থাকা,

বন্ধু মানে তুই ছাড়া যে জীবনটাই যেন ফাকা।

বিষয়: সাহিত্য

১৬১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327483
২৫ জুন ২০১৫ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গ্রামিনফোন এর বিজ্ঞাপন না তো!!!!!!!!!!
২৬ জুন ২০১৫ দুপুর ০২:৩৩
269807
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। নারে ভাই ।
327503
২৬ জুন ২০১৫ রাত ১২:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দারুণ!উপভোগ্য একটি কবিতা। অনেক ধন্যবাদ..
২৬ জুন ২০১৫ দুপুর ০২:৩৩
269808
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।
327586
২৭ জুন ২০১৫ রাত ১২:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : দারুন তো! সাধারণের মাঝে অসাধারন। সম্পর্কটাই যে এমন! ভালো লাগলো
২৯ জুন ২০১৫ বিকাল ০৪:২২
270260
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।
327603
২৭ জুন ২০১৫ রাত ০৪:০৬
২৯ জুন ২০১৫ বিকাল ০৪:২৩
270261
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। কি হইল ভাই ?
327605
২৭ জুন ২০১৫ রাত ০৪:১২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া আপনার - “শৈশবের সাথী মানিক ভাই” কেমন আছে? Love Struck Love Struck Love Struck
২৯ জুন ২০১৫ বিকাল ০৪:২৪
270262
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। “শৈশবের সাথী মানিক ভাই” কেমন আছে? দোয়া করেন সেই মানিক আর চৈতির আবার যেন দেখা হয় । জাজাকাল্লাহু খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File