বন্ধু
লিখেছেন লিখেছেন সিকদারর ২৫ জুন, ২০১৫, ১১:০০:৫৪ রাত
বন্ধু মানে যখন দেখা তখন অনেক আলাপন,
বন্ধু মানে দুষ্টুমি আর খুনসুটির অনেক জ্বালাতন।
বন্ধু মানে ভাদর কালের এই রোদ এই মেঘ ,
বন্ধু মানে পাহাড়ি বন্যার বাধ ভাংগা আবেগ।
বন্ধু মানে শরৎ সমীরণে নৃত্যরত সফেদ কাশ বন ,
বন্ধু মানে মনের আগল খুলে দেওয়ার কঠিন আপনজন।
বন্ধু মানে এক কাপ চায়ের আধেক ভাগাভাগি ,
বন্ধু মানে রিক্সা ভাড়া নিয়ে অনেক রাগারাগী ।
বন্ধু মানে দুঃখ-সুখের আগল খোলা অনেক যাতনায়,
বন্ধু মানে অনেক ব্যাথা না দেখার বেদনায় ।
বন্ধু মানে হৃদয় ছোয়া শীতের সুর্যমুখি,
বন্ধু মানে যাই না যেথায় হবেই ঠুকাঠুকি ।
বন্ধু মানে বর্ষা গাং এ ছলাৎ ছলাৎ ঢেউ সর্বনাশা,
বন্ধু মানে হাতছানি দেওয়া জোৎস্না রাতে হারিয়ে যাওয়ার নেশা ।
বন্ধু মানে শরৎ কালে আকাশ ছাওয়া সাদা মেঘের সার,
বন্ধু মানে হিজল ফুলে ছেয়ে যাওয়া ভোরের পুকুর পার।
বন্ধু মানে শেষ বয়সে বাল্য আলাপন,
বন্ধু মানে ফেলে আসা স্মৃতির পরম আপন জন।
বন্ধু মানে তোর বিরহে যায় না একা থাকা,
বন্ধু মানে তুই ছাড়া যে জীবনটাই যেন ফাকা।
বিষয়: সাহিত্য
১৬১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন