মডুদের প্রতি অনুরোধ " রমজানের পবিত্রতা রক্ষা করুন "
লিখেছেন লিখেছেন সিকদারর ২৪ জুন, ২০১৫, ০৩:০৮:৫৭ দুপুর
রমজান মাস এবাদতের মাস । এই মাসটি অনেক পবিত্র ও বরকতময় । আমরা সব মুসলমানরা অন্যান্য মাসে যাই করি না রমজান মাসে ছোটবড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি ।
টুডে ব্লগ বাংলাভাষার ব্লগের মাঝে ইসলামি ভাবধারা ব্লগ হিসেবে অন্যতম । কিন্তু দুঃখের বিষয় এই ব্লগে গার্ল ফ্রেন্ড ও বয় ফ্রেন্ড খোজার জন্য যে বিজ্ঞাপন লাগিয়েছে তাতে টুডে ব্লগ পড়তে যেয়ে রমজানের পবিত্রতাত দূরে থাক নিজের চোখের ও মনের পবিত্রতাই রক্ষা করা কঠিন হয়ে পড়েছে ।
এই রমজানের পবিত্রতা ও রোজাদার মুসলমান ব্লগারদের ঈমান ও আমল রক্ষার জন্য ওই বিজ্ঞাপনগুলি বন্ধ করা হউক।
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুগল এর বিজ্ঞাপ্ন সেটিংস এর প্রতি মডারেত্র দের নজর দেয়া দরকার।
এসব এড না দিলে তো মডুরা শুকিয়ে কাঠ হয়ে যাবে !
মন্তব্য করতে লগইন করুন