মায়ানমারের চার জন বর্ডার গার্ড হত্যার খবর সত্য নয় !!

লিখেছেন লিখেছেন সিকদারর ০৩ জুন, ২০১৪, ০১:০০:২২ দুপুর

একটা মহল অসৎ উদ্দেশ্যে বিজিপি ( মায়ানমার বর্ডার গার্ড ) নিহত হওয়ার মিথ্যা খবর প্রচার করছে।



Bangladesh Defence নামের একটি পেজ এর ছবি প্রকাশ করে বলে উল্লেখ করা হয়। সম্ভবত এই পেইজ থেকেই আর্মির নামে ভূয়া খবর বা প্রপাগান্ডা ছড়ানো হয়। এরা ছবিটি পোস্ট করেছে জুনের এক তারিখে। পেজটিতে সুত্র হিসাবে সামরিক বাহিনীর সাথে যোগসুত্র হীন Bangladesh Defence নামের http://www.defencebd.co m এর কথা উল্লেখ করা হয়।



বার্মা টাইমস Burma Times এর বরাত দিয়ে অনেকেই খবরটি প্রকাশ করলেও কেউ কেউ পরে সরিয়ে নেয়। কারন বার্মা টাইমস মায়ানমারের কোন সংবাদ মাধ্যম নয়। who.is থেকে জানা যায়, বার্মা টাইমস এর ওয়েব সাইটটির প্রকৃত মালিক বাংলাদেশি এবং জার্মানি থেকে রেজিস্ট্রেশন করা।



আর তা হোস্টিং করা আমেরিকার হিউস্টন থেকে।



IP address 192.185.161.184 তার Location Houston, Texas, United States বিস্তারিত Click this link

বার্মা টাইমস নিয়ে টাইম লস করে লাভ নাই বরং বার্মা টাইমসের নিচে সূত্র লেখা বিডি মিলিটারি। বিডি মিলিটারি যেই নিউজ কপি মেরেছে সেটা হলোপার্বত্য নিউজ ডট কম থেকে।

এই সাইটই প্রথম গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে এই ভুয়া খবর ছড়ায়।

দেখা যায় পার্বত্য নিউজ ডট কম খবরটি প্রকাশ করে ১ জুন ২০১৪ দুপুর ১২:৪২ । এই সাইটের এডমিনকে আইনের আওতায় আনলেই প্রপাগান্ডার মূল হোতাদের ধরা যাবে। বের হবে তাদের উদ্দেশ্য। ছবিতে ঐ সাইটের এডমিনের ঠিকানার তথ্য তাদের ডোমেইন হুইজ রিপোর্ট থেকে।

পার্বত্য নিউজ ডট কমের ডোমেন রেজিস্ট্রেসন ডিটেইল



ছবিটি ভূয়া। ছবিটি প্রথম প্রকাশিত হয় রবিবার, ১৪ই সেপ্টেম্বরের ২০১৩ সালে। “KIA Insurgents Beheaded Alive Captured Army Lieutenant” শিরনামে।



Hla Oo's Blog

এই হলো মূল নিউজ, যাতে মিয়ানমারের নিহত সৈনিকদের ঐ ছবিটি দেয়া আর তা ২০১৪ নয়, ২০১৩ সালের সেপ্টেম্বরের আগের ঘটনা।

কপি পেষ্ট

তালপাতারসেপাই

বিষয়: বিবিধ

৪৩২১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229926
০৩ জুন ২০১৪ দুপুর ০১:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি শুরু থেকেই এটা সন্দেহ করে আসছিলাম। আপনি ভাল একটি কাজ করেছেন। ধন্যবাদ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার জন্য।
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
176903
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।স হমত।
229932
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২০
গুমড়া লিখেছেন : ধুর! বাংলাদেশের সেনাবাহিনী যারা চোখের সামনে পুলিশ র‌্যাব কর্তৃক সাধারণ মানুষ হত্যা করতে দেখেও গা গরম হয় না,ভারত সীমান্তে প্রতিদিন নিজের দেশের মানুষকে যাদের সামনে হত্যা করা হচ্ছে, ভয়ে তারা কিছুই করতে পারে না, তারা মারবে মিয়ানমারের সেনাকে! হিজড়া দিয়ে যুদ্ধ সম্ভব?
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
176911
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। না আপনার কথার সাথে একমত নই ,কারন এই উপমহাদেশে আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র অভিজ্ঞ সেনাবাহিনী কারন তারাই ১৯৭১ সালে নয়মাস আসল যুদ্ধ করেছে । উপমহাদেশের আর কোন সেনাবাহিনীর এই যোগ্যতা নাই । তারা যুদ্ধ করেছে খন্ডকালীন যুদ্ধ । মায়ানমারের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর কাছে চুনোপূটি হিসেবেই ধরা খাবে।
229938
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২৭
সজল আহমেদ লিখেছেন : আপনার ইনফরমেশন নিয়াও সন্দেহ আছে
০৩ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
176686
আহ জীবন লিখেছেন : আপনার সন্দেহটা প্রকাশ করুন।
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
176913
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
কি সন্দেহ ভাই ?
230023
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
ছিঁচকে চোর লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি শুরু থেকেই এটা সন্দেহ করে আসছিলাম। আপনি ভাল একটি কাজ করেছেন। ধন্যবাদ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার জন্য।
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
176914
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ।
230041
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
হতভাগা লিখেছেন : ''মায়ানমারের ৪ বিজিপি বিজিবির হাতে মারা পড়ছে'' - এই খবর নিয়া তো টুমরো ব্লগে কিছু ব্লগারের সে কি অত্যুতসাহ ! কয়েক জনের পোস্টও তো মডুরা হাওয়া করে দিয়েছে ।

বোঝাই যাইতাছে , বাংলাদেশের বোকা জনগনের আবেগ নিয়া অনেকে মজা লুটতাছে ।

হায়রে বাংলাদেশীরা ! চিলে কান নিয়েছে শুনে কান আছে কি না নেই তা পরীক্ষা না করে চিলের পেছেনে ছোটা এটা বোধ হয় কোন কালেই থামবে না !
০৩ জুন ২০১৪ রাত ০৮:০০
176920
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। এটা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের কোন একটা চাল হয়ত।
230153
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১১
সজল আহমেদ লিখেছেন : আপনি যার কাছ থেকে খবরটা সংগ্রহ করেছেন তার লিখায় গিয়ে মন্তব্য দেখুন।
০৩ জুন ২০১৪ রাত ০৮:০২
176921
সিকদারর লিখেছেন : আমিত কিছুই দেখলাম না সন্দেহ করার মত। আপনি কি দেখেছেন একটু খুলে বলুন।
230179
০৩ জুন ২০১৪ রাত ০৮:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের নিউজ এর উদ্দেশ্যকি ? সেটাও বিবেচনা করা জরুরি।
230259
০৩ জুন ২০১৪ রাত ১১:৪৬
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ সঠিক তথ্যটি শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য!!

প্রথম দিক থেকে এই বিষয় নিয়ে আমি কিছুটা সন্দেহ করেছিলাম, যখন মায়ানমারের বিজিপিরা আমাদের একজন বিজিবি হত্যা করেছিল তখন আমাদের বিজিবিরা তত্‍ক্ষণাত কোন একশেন নিতে পারেনি কেন? হঠাত্‍ করে একদিন পর শুনতেছি আমাগো বিজিবিরা নাকি মিয়ানমারের ৫জন হত্যা করে ফেলছে!

এখন আপনার তথ্যসমৃদ্ধ পোষ্টটি পড়ে যা বুঝলাম, আমাগো বিজিবিগুলারে সীমান্ত পাহারার জন্য নিয়োগ না দিয়ে বালের(BAL) বডিগার্ড বানালে আরো ভালো হয়! মিয়ানমারের একটা পাখিও মারার সাহস নেই আবার বলে আমরা একটার বদলে ৫টা লাশ ফালাইছি!
লজ্জা করা দরকার খাছিনার!! ছিঃ খাছিনা ছিঃ বিজিবি......!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File