মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সুন্নাত সমূহ।
লিখেছেন লিখেছেন সিকদারর ২৬ মে, ২০১৪, ০৭:৪৩:০৭ সন্ধ্যা
১। গোসল দেয়ার সময় তাড়াতাড়ি করা।
২। গোসল দেয়ার জায়গা পর্দা করা।
৩। দ্বীনদার অথবা আত্মীয় থেকে কেহ গোসল করানো।
৪। গোসল করানেওয়ালা নিজে অজু করে নেয়া।
৫। গোসল করানোর খাটে তিনবার আগরবাতির ধোঁয়া দেয়া।
৬। মৃতকে শুইয়ে গোসল করানো।
৭। ছতরের ওপর কাপড় বা অন্য কিছু দিয়ে ঢেকে দেয়া।
৮। পেটে আস্তে আস্তে মালিশ করা এবং তিন বা পাঁচটা ঢিলা দ্বারা ইস্তিঞ্জা করানো।
৯। হাতের মধ্যে কাপড় পেঁচিয়ে তারপর ছতরে হাত দেয়া।
১০। তারপর পানি দিয়ে ধুয়ে দেয়া।
১১। বরইপাতা দিয়ে গরম করা পানি দিয়ে গোসল করানো।
১২। পানি মধ্যম পরিমাণ গরম হওয়া।
১৩। ডানের অঙ্গ থেকে ধৌতকার্য আরম্ভ করা।
১৪। নাক, কান ও মুখের মধ্যে তোলা ঢুকিয়ে দেয়া, যাতে পানি ঢুকে না যায়।
১৫। তিনবার তোলা ভিজিয়ে দাঁত ও মাড়ি মুছে দেয়া।
১৬। মাথাকে সাবন দিয়ে ধুয়ে নেয়া।
১৭। প্রথমে মুর্দাকে ডান দিক করে শুইয়ে মাথা থেকে পা পর্যন্ত এতো পরিমাণ পানি ঢালা, যেনো মুর্দার বামদিক পর্যন্ত পৌঁছে যায়। তারপর বামদিক থেকে এরূপ তিনবার পানি দেয়া।
১৮। গোসলের মধ্যে বেজোড় অর্থাৎ তিন, পাঁচ বা সাতবার পানি দেয়া।
১৯। শেষবার কর্পূর দেয়া।
২০। তারপর মুর্দাকে হেলান দিয়ে বসানো। আর আস্তে আস্তে সিনা থেকে পেট পর্যন্ত মালিশ করা এবং কিছু বের হলে তা মুছে দেয়া।
২১। চুল চিরুনি দিয়ে আঁচড়ানো।
২২। যদি নখ বা অন্য কিছু লম্বা হয়, তা না কাটা।
২৩। সমস্ত শরীর মুছে নেয়া।
২৪। মুর্দাকে গোসল করানোর পর নিজেও গোসল করে নেয়া।
-আহকামে মাইয়েত, জাদুল মা'আদ, ওছওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন