বিডি টুডে ব্লগে আজ আমার বর্ষ পূর্তি ।
লিখেছেন লিখেছেন সিকদারর ০৫ এপ্রিল, ২০১৪, ০৮:৩৫:৩১ রাত
আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। টুডে ব্লগে আজ আমার এক বছর অতিবাহিত হল ।
সোনার বাংলা ব্লগ যখন আন্তর্জালের জগত হতে হারিয়ে গেল তখন সেই রকম আরেকটি ব্লগের জন্য কত বার যে গুগোল মামার দ্বারে ঘুরেছি তার ইয়াত্তা নাই । কিন্তু কোথাও খুজে পাইনা এমন একটি ব্লগ । যেখানে থাকবে মত প্রকাশের স্বাধিনতা , যেখানে থাকবে ব্লগারদের পরষ্পরের প্রতি ভালবাসা আর মানবতা । যেখানে মানবতার কথা, দ্বীনের কথা, অসহায় মানুষের কথা , রাজনৈতিক মতাদর্শের পার্থক্যর কথা , অস্থিতিশীল সমাজের বেহায়াপনা , লোভ, নিষ্ঠুরতা কথা বলা হয় তেমন একটি ব্লগ খুজতে খুজতে হঠাৎ একদিন পেয়ে গেলাম আমার প্রিয় বিডিটুডে ব্লগকে । সেখানে পেলাম সোনা ব্লগের পুরোনো ব্লগারদের । আহ ! সেদিন আমার মনে হয়েছিল আমি আবার যে যেন সেই পুরান বাড়িতে বাড়িতে ফিরে এসেছি । যেখানে আছে আমার ব্লগীয় জীবনের সেই সাথিরা যারা আমাকে ভালবেসে কাছে টেনেছে আমি পেয়েছি তাদের আপনজনদের মত। যদিও আমরা অনেকেই আনেককে দেখিনি তারপরও যেন কতই না আপনজন।
ধন্যবাদ বিডিটুডের সম্পাদক ( মডু ) ও আমার সহচর অন্যান্য ব্লগার ভাই ও বোনদের । দোয়া করবেন যেন আপনাদের সাথে সব সময় সুন্দর, ভাতৃত্বপুর্ণ ও সহনশীলভাবে ব্লগীং করে যেতে পারি।
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্ষপূর্তি মুবারক!!!
ব্লগে আছি: ১০ মাস ৯ দিন।:
আরও অনেক বছর অব্যাহত থাকুক আপনার ক্ষুরধার লিখনি।
আসসালামু আলাইকুম।
মন্তব্য করতে লগইন করুন